Header Ads

Header ADS

SSD BUYING GUIDE

বর্তমান সময়ে ssd এর দাম আগের যে কোন সময়ের তুলনায় সবচেয়ে কম। তাই অনেকেই এখন ssd কিনায় বেশ আগ্রহী হয়ে উঠছেন। তাই আজকে ssd কিনার আগে আপনাদের কি কি বিষয় জানা দরকার সেগুলো নিয়ে আলোচনা করা যাক। মনোযোগ দিয়ে এই মহাকাব্যটি পড়লে আশা করি নিজে থেকেই আপনার কিরকম ড্রাইভ কিনা দরকার সেব্যাপারে সুস্পষ্ট ধারনা পাবেন।

SSD কি?

SSD বা Solid State Drive হল একটি non volatile memory (যার কিনা গাজনি টাইপের কোন সমস্যা নাই আরকি :p )। একটি হার্ডডিস্ক যেখানে ডিস্কের মধ্যে সব তথ্য সংরক্ষণ করে রাখে সেখানে SSD ম্যামরি চিপের মধ্যে সব তথ্য সংরক্ষণ করে রাখে। আর একটি হার্ডডিস্কের মত এরও দুটি অংশ রয়েছে একটি ম্যামরি চিপ অপরটি কন্ট্রোলার । এই কন্ট্রোলার দিয়ে data fetch করা হয়। তবে harddisk এর যেমন চলতে চলতে কিছু যান্ত্রিক ক্ষয় হয় তেমনি ssd এর ক্ষেত্রে memory shell গুলোর data store করার কিছু লিমিট থাকে যা নিয়ে নিচে আমরা বিস্তারিত আলোচনা করব।
এখন কথা হল এটি ছোটবাবু এর দাম এত বেশি কেন? memory এর ক্ষেত্রে গতি যত বেশি হবে তার দামও ততটাই বেশি হয়। তাই cache memory এর দাম সবচেয়ে বেশি , এরপর ram ও তারপর ssd এর দাম বেশি। তাহলে চলুন এবার ssd এর গতির ধাচ নেয়া যাক।

SSD Speed:

SSD এর অনেক ধরন আছে যার উপরে ভিত্তি করে এর গতি কমবেশি হয়ে থাকে। তবে আমরা সাধারণত sata ও nvme এই দুই ধরনের ssd ব্যবহার করে থাকি যেখানে nvme ssd এর গতি তুলনামূলক বেশি। আবার m2 form factor এর sata ssd ও বাজারে আছে যেগুলো দেখতে nvme এর মত হলেও সেগুলো sata ssd এর মত পারফর্মেন্স দেয়।
এবার তাহলে হাতে কলমে ssd এর গতির কথায় আশা যাক। একটি ssd থেকে ssd এ ফাইল ট্রান্সফার করতে ৩৫০-৫৫০MB/s স্পিড পাওয়া যায় যেখানে একটি hdd থেকে আরেকটি hdd এ ফাইল ট্রান্সফার করতে ১০০-২০০ MB/s স্প্রিড পাওয়া যায়। যদি আপনার m2 ssd থাকে সেক্ষেত্রে ফাইল ট্রান্সফার করতে ১০০০ MB/s ও পেতে পারেন। আর শুধু তাই না hdd যেহেতু ডিস্কে সব ডাটা রাখে আর তা একটি মাত্র হেডের সাহায্যে access করে তাই ডাটা fetch করতে তার অনেক সময়ের প্রয়োজন হয় কিন্তু ssd এ এই সমস্যা নেই তাই ssd ছোট ছোট ফাইলগুলো খুব দ্রুত access করতে পারে। এইজন্য মানুষ windows ও দরকারি software গুলো ssd এ লোড করে রাখে এতে কম্পিউটার চালু করার অল্পকিছু সেকেন্ড পরেই তা কাজ করার জন্য রেডি হয়ে যায় । যেখানে hdd এর কয়েক মিনিট সময় লাগে। এজন্যই ssd এত মুল্যবান।


SSD Life Time
আগেই বলেছিলাম ssd এর লাইফটাইম লিমিটেড। এই লাইফটাইম ssd এর সাইজের উপরে নির্ভর করে এমনকি কিছু ক্ষেত্রে মডেলভেদেও লাইফটাইম চেঞ্জ হয়। এছাড়াও স্টোরেজের ধরনের উপরে নির্ভর করে ssd এর দাম ও lifetime এ প্রভাব ফেলে। তবে সব ssd ই সাধারণ ব্যবহারকারীদের কথা চিন্তা করে 3-5 বছর যাতে টিকে সেরকম write limit দেয়া থাকে। তাহলে এখন ssd type নিয়ে আলোচনা করা যাকঃ

Single Level Cell (SLC):

এই শ্রেনীর ড্রাইভগুলোর বিল্ড কোয়ালিটি ও পারফর্মেন্স সবচেয়ে ভাল আর তাই এরদামটাও অনেক বেশি। প্রথমে SLC series দিয়েই ssd এর যাত্রা শুরু হয় কিন্তু অতিরিক্ত খরচ পড়ার কারনে বর্তমানে SLC এর পরিবর্তে নতুন ধরনের ssd ব্যবহার করা হয়।

Multi Level Cell (MLC):

এটি SLC এর তুলনায় কিছুটা ধীরগতি সম্পন্ন আর বর্তমানে MLC ssd এর সংখ্যাও কমে যাচ্ছে। তবে ssd হিসেবে এর পারফর্মেন্স খুবই ভাল তাই এই ধরনের ড্রাইভ কিনার সামর্থ্য থাকলে হাতছাড়া করা উচিত না।

Triple Level Cell (TLC):

বর্তমান কালের সবচেয়ে জনপ্রীয় type হল TLC যাতে ডাটা density তুলনামূলক বেশি তাই এটি বানাতে খরচও কম লাগে। সমস্যা হল buffer ছাড়া TLC drive গুলোর পারফর্মেন্স অনেকটা hard disk এর মতই। তাই TLC type ssd কিনার ক্ষেত্রে একটু ভাল ব্রান্ড আর রিভিউ দেখে কিনাই বুদ্ধিমানের কাজ। সাধারণ ব্যবহারকারীদের জন্য ভাল কোয়ালিটির TLC drive ই ভাল তবে প্রফেশনাল কাজের ক্ষেত্রে যেখানে স্পিড খুবই গুরুত্বপূর্ণ সেখানে MLC drive কিনাই ভাল।

Quad Level Cell (QLC):

এই ssd গুলোর ডাটা density অনেক বেশি ফলে এদের দামটাও অনেক কম আর পারফর্মেন্সও ভাল না। যদিও বর্তমানে QLC এর তেমন একটা ড্রাইভ বাজারে আসেনি তবে পরের বছর QLC দিয়ে বাজার ভর্তি হবার সম্ভাবনা অনেক বেশি বলে আমার মনে হচ্ছে। samsung ইতিমধ্যে 1tb QLC type ssd পরের বছরেই বাজারে আনার ঘোষনা দিয়েছে যার দাম অনেকটাই সবার হাতের নাগালে থাকবে।

SSD Testing Tools:

একটি জিপিউ কত ভাল তা আমরা যেমন তার fps ও temperature দেখে কিনি তেমনি ssd কিনার ক্ষেত্রেও এর সত্যিকার read write speed ও কিছু বেঞ্ছমার্ক স্কোর ও nand flash memory type দেখে বুঝা যায়।
Crystal Disk Mark হল এমন একটি tool যার সাহায্যে আপনি ssd benchmark করতে পারবেন। সাথে অন্যান্য ssd এর ফলাফলের সাথে তুলনাও করতে পারবেন।

Conclusion:

পিসিতে একটি hdd এর পাশাপাশি একটি ssd থাকলে খুবই ভাল হয়। যদি ssd এ শুধু windows রাখেন আর বড় কোন software ব্যবহার না করেন তাহলে 128gb ssd নিতে পারেন অন্যথায় 256gb বা এর বেশি সাইজের ssd নেয়াই ভাল। আরেকটি কথা না বললেই নয় বাজারে কমদামে অনেক চাইনিজ ব্রান্ডের ssd রয়েছে যেগুলোর পারফর্মেন্স খুব খারাপ তাই সেগুলো এড়িয়ে চলাই ভাল। ssd কিনার আগে একটু মডেল অনুযায়ী তার পারফর্মেন্স ঘেটে কিনাই ভাল।আর সব দিক বিবেচনা করলে আর বাজেট একদম টাইট না হলে স্যামসাং এর ssd গুলো দেখে নিতে পারেন সবার আগে, এতে করে সিদ্ধান্তহীনতা কমে আসবে।
.আজ তাহলে এ পর্যন্তই। আমাদের ছোটখাট কোন ভুল হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনার কোন কিছু জানার থাকলে আমাদের পেজ এর পোস্টে কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের রিভিউ গুলো ভাল লেগে থাকলে আমাদের পোস্ট & পেজ এ একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবার অনুরোধ রইল।
.

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.