Header Ads

Header ADS

Case Fan Installation Guide:

Case Fan Installation Guide:

PC এর পারফর্মেন্সের সাথে temp এর একটা বড় সম্পর্ক রয়েছে তাই আমরা কেসিং আর ফ্যানের পিছনেও বিপুল পরিমান খরচ করি। আজ এই কেসিং ফ্যান এর যাবতীয় ব্যাপারে একটি সুষ্পষ্ট ধারনা দিব যা আপনাদের একসাথে কেসিং এবং ফ্যান কিনতে সঠিক সিন্ধ্যান্ত নিতে সাহায্য করবে।

প্রথমেই আসা যাক একটি কেসিং এ কয়টি ফ্যান থাকা ভাল। আসলে কেসিং এ যত বেশি ফ্যান লাগানো যায় ততই ভাল। তবে যত বেশি ফ্যান কেসিং এ লাগানো হবে তত বেশি কেসে ধুলোবালি জমবে আর সাথে শব্দের কথাটাও না বাদ দিয়ে পারা যায় না। কেসিং এ কমপক্ষে ৪ টি ফ্যান থাকলে কেসিং এ ভাল airflow নিচ্ছিত করা সম্ভব। এগুলোর অবস্থান হওয়া উচিত যথাক্রমে পিছনে তবে এই ক্ষেত্রে দুটি দিক খেয়াল রাখতে হবে যাতে কেসটি open frame design & enough ventilation থাকে সাথে ভাল কোয়ালিটির ফ্যান হয়। নন ব্রেন্ডেড ফ্যান কিংবা কেসের সাথে যেই ফ্যানগুলো দেয়া হয় সেগুলো আসলে লাগানো আর না লাগানো প্রায় একই কথা বলা চলে। যেমন আমার আগের কেসিং Antec gx200 এর সাথে দুটি blue led fan দেয়া হয়েছিল। পরীক্ষা করার জন্য আমি একবার সেগুলো খুলে আমার বাকি ফ্যান দিয়ে চালিয়ে দেখি আমার পিসির cpu কিংবা জিপিউ কোনটির temp এ কোনই পার্থক্য নেই। পরে সেগুলো আবার লাগিয়ে ব্যাপারটা নিশ্চিত হই। আসলে কেসের সাথে যেই ফ্যানগুলো দেয় তা নিতান্তই সাধারণ এবং কেসিং এর temp কমানোতে তা ভূমিকা রাখতে পারে না। এবার যা বলছিলাম কেসের ফ্যান যেমন ভাল হওয়া লাগবে তেমনি কেসেও বাতাস প্রবেশ ও চলাচলের জায়গা থাকা প্রয়োজন। অনেক ভাল ভাল কেসেও সামনের দিক একেবারেই বন্ধ থাকে যা কেসে বাতাস প্রবেশ করতে দেয়না এবং এইজন্য কেসের ফ্যানগুলোও কাজ করতে পারে না আর সেই সাথে পিসির তাপমাত্রা অনেক বেড়ে উঠে। যেমন Phanteks entoo evolve atx and cm master case pro 6 এর মত flagship case এর সামনে কিংবা উপরে বাতাস ঢুকার কোন জায়গা রাখা হয়নি যার ফলে alo কিংবা custom loop দিয়েও এদের temp control করা সম্ভব হয় না তাই এইসব কেস না কিনাই ভাল বলে আমি মনে করি। আর কেসের ভিতরে যদি hdd/ dvd এর কেস দিয়ে ভরা থাকে সেগুলো ভিতরে বাতাস প্রবাহে বাধা দান করে যার ফলে গরম বাতাস বাহিরে বের হতে পারে না।

এবার কোন ধরনের ফ্যান আপনার কেসিং এর জন্য উপযোগী সে ব্যাপারে আশা যাক । এটি অনেক ক্ষেত্রে কেসের উপরেও নির্ভর করে। তবে এখানে আমি সাধারণ mid/full tower case এ কোন ধরনের ফ্যান লাগানো উচিত সেই ব্যাপারে বলব। কেসের ফ্যানগুলোকে সাধারণত দুইভাগে ভাগ করা যায়। একটি হল air flow fan যাদের rpm অনেক বেশি থাকে অপরটি static pressure fan যাদের air pressure বেশি থাকে. এখন কেসের সামনে এবং যদি কেসের নিচে ফ্যান লাগাতে চান সেক্ষেত্রে static pressure fan লাগানো ভাল আর উপরের দিকে ও পিছনে airflow fan লাগানো ভাল। কিন্তু কেন দুইক্ষেত্রে দুই ধরনের ফ্যান? এটি একটি ছোট ব্যাখ্যা দিয়ে শেষ করতে চাই তা হল sp fan এর কাজ হল বাতাসকে ধাক্কা মেরে সামনে পাঠানো আর af fan এর কাজ হল বাতাসকে যত পারে সরিয়ে দেয়া। তাই কেসের সামনের এবং নিচের দিক থেকে ফ্যান দিয়ে বাতাস প্রবেশ করানো হয় যা ভিতরে গিয়ে সব পার্টস থেকে গরম পরিবাহন ও বিকিরণ প্রক্রিয়ার মাধ্যমে গরম হয় ও অবশেষে airflow fan গুলো উপর ও পিছন দিয়ে সেগুলো বের করে দেয়। কেননা গরম বাতাস হালকা হয় আর তাপ উপর দিয়েই সবচেয়ে বেশি নির্গত হয়। তবে বর্তমান দিনের open frame case এর ক্ষেত্রে সামনের দিকে balance fan ব্যবহার করাই বেশি ভাল।

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.