Header Ads

Header ADS

Mouse Buying Guide

অনেকেই শখ করে ভাল মাউস কিনে কিন্তু কিনার পর সেই মাউস দিয়ে সন্তুষ্ট না হতে পেরে সেই মাউস সম্পর্কে খারাপ ধারনা পোষন করে। তবে সত্যিকার অর্থে মাউস কিনা জিপিউ কিনার মতই সহজ না। সব মানুষের হাতের গরন একরকম নয় আবার সবার মাউস ধরার ধরনও ভিন্ন। আর মাউস কিনতে গেলে তাই জামা কাপড়ের মতই আমাদের মাপ দিয়ে দেখা উচিত সেটা আদৈ আমাদের জন্য মানানসই হবে কিনা। টাকা বেশি হলেই যে সেই মাউস আপনার জন্য ভাল হবে এটা সম্পর্ন ভুল ধারনা। আজ আমি মাউস কিনার ক্ষেত্রে কোন কোন বিষয়ে লক্ষ রাখা উচিত সে বিষইয়ে একটি প্রাথমিক ধারনা দিব যা পড়লে আশা করা যায় আপনি পরেরবার যখন মাউস কিনতে যাবেন তখন আপনি আপনার জন্য সবচেয়ে ভাল মাউসটিই নিতে পারবেন। মাউস কিনার ক্ষেত্রে তিনটি বিষয় অবশ্যই দেখে কিনা লাগবে সেগুলো হল Shape, Sensor, Size and Weight. তাহলে চলুন আর দেরী না করে বিস্তারিত আলোচনা শুরু করা যাক।

Shape:

মাউস কিনার ক্ষেত্রে মুলত এই জায়গাতে সবাই ভুল করে আর মাউসটি নিয়ে নেতিবাচক ধারনা পোষণ করে। সবার হাতের গঠন, মাপ যেমন এক না তেমনি সবার মাউস ধরার পদ্ধতিও এক নয়। মূলত মাউস ব্যবহারের জন্য তিন ধরনের grip style বিদ্যমান রয়েছে যেগুলো হল Palm, Claw, Fingertip। যদিও কেউ কেউ এগুলো একটু ভিন্নভাবে ব্যবহার করতে পারে। এই তিন ধরনের গ্রিপের উপর নির্ভর করে মাউসের Shape ভিন্ন ভিন্ন রকমের হয়। নিচে চিত্রে আপনি কোন ধরনের গ্রিপের জন্য কোন ধরনের ডিজাইনের মাউস কিনা উচিত তা দেওয়া রয়েছে। আমাদের দেশের বেশিভাগ মানুষই Palm griper তবে Claw griper এর সংখ্যাও কম না। অন্যদিকে fingertip griper এর সংখ্যা তুলনামূলক কম আর মাউস চয়েসের ক্ষেত্রে তাদের ও Claw griper দের কোন পার্থক্য নেই বললেই চলে। এখন ধরা যাক আপনি বাজারে গেলেন একটি ভাল মাউস কিনতে গিয়ে যেখানে সবাই আপনাকে সাজেস্ট করল g402 কিনতে যা নিঃসন্দেহে একটি ভাল মাউস কিন্তু আপনি একজন palm griper. তাহলে কিনার পর দেখবেন যে মাউস্টি আপনার হাতে ভালমত আটে না। এটি কিছুটা উচু কিন্তু দুইপাশে চাপা যা আপনার স্বাভাবিক মাউস ধরার ভংগি এর সাথে খাপ খায় না তাই আপনি এই মাউস কিনে সন্তুষ্ট হতে পারবেন না। কিন্তু সেই জায়গায় যদি আপনি একটি ভাল palm griper mouse gigabyte XM300 / Razer DA ধরনের কিছু নিতেন তাহলে এই সমস্যায় পড়তে হত না। তাই মাউস কিনতে গেলে সবার আগে এই বিষয়টি দেখে নেয়া দরকার।

Sensor:

Online gaming এ মাউসের গুরুত্ব জিপিউ থেকে কোন অংশেই কম নয়। এক্ষেত্রে ভাল সেন্সর এর মাউস ব্যবহার না করলে গেমে অনেকক্ষেত্রে lag, tracking issue, turning problem, unwanted acceleration দেখা দিতে পারে যা গেমে আপনার পরিপূর্ন ক্ষমতা প্রদর্শন করতে বাধা তৈরি করবে। এইজন্য মাউস কিনার পুর্বে তাতে কি ধরনের সেন্সর ব্যবহার করা হয়েছে তা জেনে নেওয়া ভাল। নন ব্রেন্ডেড মাউস কম্পানিগুলা বেশিভাগ ক্ষেত্রেই ভাল সেন্সর ব্যবহার করে না। তাই ভাল সেন্সরের জন্য অবশ্যই branded mouse use করা ভাল। যেমন a4tech bloody v3m একটি সুন্দর, ভাল বিল্ড কোয়ালিটি এবং comfortable palm grip mouse হওয়া সত্ত্বেও এর সেন্সর ভাল না তাই গেমিং এ এই মাউসটি নিয়ে ভালই বেগ পেতে হয়। তাই মাউসে গ্রিপের সাথে ভাল সেন্সর থাকাটাও অত্যন্ত জরুরি। বর্তমান বাজারে Cougar Minos X3 এর নীচের কোন মাউসে ভাল সেন্সর নেই। তাই আমাদের সাজেশন থাকল যদি অনলাইন গেমিং এ ভাল করতে চান তাহলে অবশ্যই এই মাউস কিংবা এরচেয়ে দামি ভাল মাউস ব্যবহার করবেন।
আমাদের এই লিস্টে ভাল গেমিং মাউস সেন্সরগুলো দেয়া হল।

Size:

মাউসের রিভিউ ভাল তাই দেখে মাউসটি কিনলেন কিন্তু কিনার পরে যদি দেখেন তা আপনার হাতের তুলনায় ছোট কিংবা বড় তাহলে সেটি দিয়ে গেম খেলা কস্টকর হতে পারে। এইক্ষেত্রে সমস্যা এড়ানোড় জন্য কোন সাইজের মাউস কিনা উচিত তা ২য় ছবিতে ভালভাবে দেখানো হল। আবার মাউসের weight বেশি হলে যারা low dpi user তাদের জন্য মাউসটি দুঃসহ হয়ে উঠে অন্যদিকে যারা high dpi user তাদের হালকা মাউসে পয়েন্টারের ভারসাম্য রক্ষা করতে অসুবিধা দেখা দেয়।

Weight:

মাউস কিনার সময় অবশ্যই এর ওজনের দিকে খেয়াল রাখা উচিত। সাধারণত মাউসের ওজন যত কম হয় ততই ভাল কেননা ওজন কম হলে মাউস সহজেই নাড়ানো যায়। বর্তমানে Cooler Master 50gm এর মাউস নিয়ে আসছে তবে এখন পর্যন্ত Glorious model o হল সবচেয়ে হালকা মাউস যার ওজন মাত্র 65gm। তবে গেমিং এর জন্য 100gm কিংবা এর নীচের ওজনই যথেষ্ট। আর 120gm এর বেশি ওজন হলে সেই মাউস দিয়ে ভাল মুভমেন্ট করা অনেক কঠিন হয়ে পড়ে। বর্তমানে মাউসের ওজন কমানো একটি ট্রেন্ড হয়ে যাচ্ছে তাই সামনে বেশিভাগ মাউসের ওজনই কম হবে এমনকি এখনো বাজারে কম প্রচুর মাউস আছে।

Questions:

মাউসের ব্যাপারে অনেকের মনেই কিছু প্রশ্ন থাকে। প্রচলিত কিছু প্রশ্ন আর তার উত্তর আমরা সবার সুবিধার জন্য দিয়ে দিচ্ছি।
  1. মাউসের ভালমন্দ কি এর দামের উপর নির্ভর করে? কিছু মানুষ মনে করে দাম বেশি হলেই মাউস ভাল হয় কিন্তু বাস্তবতা আসলে ভিন্ন। শুধু দামের উপর নির্ভর করে মাউস কিনা ঠিক না। কেননা অনেক কোম্পানি অনেক অদরকারি ফিচার্স দিয়ে মাউসের দাম বাড়িয়ে ফেলে। আবার অনেকসময় দামি মাউস ভাল হলেও সেটি ভারী হতে পারে কিংবা গ্রিপ খারাপ হতে পারে সেক্ষেত্রে গেমিং এ সেই মাউস নিয়ে আপনাকে সমস্যায় পড়তে হবে। তাই মাউস কিনার ক্ষেত্রে দামটাই সব না।
  2. DPI বেশি হলে কি মাউসের সেন্সর ভাল হয়? DPI বেশি হলেই মাউসের সেন্সর ভাল হয় না। আর বেশি DPI মানুষ ব্যবহারও করতে পারে না। এটি মাউসের একটি বাজে মার্কেটিং পলিসি ছাড়া আর কিছুই নয়। প্রফেশনাল গেমাররা গেমিং এর জন্য কম dpi ব্যবহার করতেই পছন্দ করে। 400-800-1200-1600 হল গেমারদের পছন্দের dpi settings । অবশ্য ব্রাউজিং এর জন্য আপনি বেশি dpi ব্যবহার করতে পারেন।

Conclusion:

আজ তাহলে এ পর্যন্তই। এই গাইডি ফলো করলে আপনাকে সামনে সহজেই আপনার জন্য ভাল গেমিং মাউস নির্বাচন করতে পারবেন। তখন আর কোন কনফিউশনে পড়তে হবে না। আর কারও মাউসের ব্যাপারে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না :) এছাড়া লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন।

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.