PC CASE BUYING GUIDE
আসসালামু আলাইকুম।আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং সেই সংগে গেমিং এ মেতে আছেন। আজকে পিসি বিল্ডিং এর অন্যতম অপ্রয়োজনীয় "গুরুত্বপূর্ণ জিনিশ" :p নিয়ে লিখব আর তা হল কেসিং।
কেসিং পিসির পারফর্মেন্স বৃদ্ধি না করলেও এটি পিসির সকল পার্টসকে ধারন করে, পিসির temp কম রাখতে যাই ব্যবহার করা হোক না কেন ভাল কেস ছাড়া কোন বিকল্প নাই। আর সেই সাথে components এর রক্ষনাবেক্ষন ত আছেই। আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই এই কেসিং কিনার ক্ষেত্রে কোন কোন দিক মাথায় রাখা প্রয়োজন।
Motherboard Size:
প্রতিটি কেস কিনার ক্ষেত্রে প্রথমেই যেই জিনিশটি দেখা প্রয়োজন তা হল সেই কেসিং এ কোন কোন ধরনের motherboard support করে তা দেখা। বেশিভাগ ক্ষেত্রেই একটি atx mobo supported case নেওয়া উত্তম। তবে কারো mini pc build করার ইচ্ছা থাকলে mini atx case + mini atx mobo নেওয়াই ভাল। তবে m atx case এ কখনো atx mobo ঢুকবে না তাই m atx কেস কিনার আগে ভবিষ্যতে atx mobo কিনার কথা ভেবে নেওয়াই ভাল।
GPU SIZE
অনেক কেসিং আছে যাদের motherboard এর পাশেই থাকে hdd এর জন্য বড় একটি মাউন্টিং হোল্ডার যা রিমুভেবল না। অনেকক্ষেত্রে এটি বড় সাইজের জিপিউগুলো লাগাতে বাধা দেয়। তাই কেস কিনার ক্ষেত্রে এইদিকে একটু নজর দেয়া চাই।
Fan & mounting option:
কেসের দামের উপর এই জিনিশটি অনেকাংশেই নির্ভর করে। বর্তমানে ৫টি ফ্যান বা তার বেশি ফ্যান লাগানোর অপশনযুক্ত কেস কিনাই ভাল। এই ফ্যানের ক্ষেত্রে উপরে ২টি, সামনে দুটি এবং পিছনে একটি ফ্যান এর অপশন থাকা আদর্শ। আবার কিছু কিছু কেসে ভিন্ন ধরনের ফ্যান লাগানোর জায়গা থাকে। তাছাড়া ফ্যান সাইজও অনেকটাই গুরুত্বপূর্ন।
Ventilation:
আর ফ্যান লাগানোর জায়গার সাথে সাথে বায়ু চলাচল করার জন্য দরকার ভেন্টিলেশনের ব্যবস্থা। বর্তমানে অনেক দামি কেসেও যেই দিকটিতে নজর দেয়া হচ্ছে না। বর্তমানে অনেক কেসেই ডিজাইনের জন্য উপরে আর সামনে কোন mesh frame কিংবা কেসের সামনে খোলা জায়গা রাখা হয়না। এরফলে কেসের ফ্যানগুলো প্রবাহিত করা জন্য যথেষ্ট বাতাস টানতে পারে না ফলে কেসের তাপমাত্রাও বেড়ে যেতে থাকে। এছাড়া কেসের ভিতরে বায়ু চলাচলের জন্যও খোলা জায়গা প্রয়োজন। এজন্য open frame case গুলোকেই আমি এগিয়ে রাখব। কেস যত বড়ই হোক না কেন open frame design না হলে তাতে বায়ু চলাচলে সমস্যা হয়।
Cooler Support
কেস দেখতে সুন্দর সাথে side window আসে লাইটিং ও বাকি নেই কিন্তু কুলারের সাপোর্ট কম তাহলে ভবিষ্যতে বড় কুলার কিনলে ঝামেলায় পড়তে হবেই। যাদের কখনোই লিকুয়িড কুলার কিনার ইচ্ছা নেই তাদের অন্তত কেসে যাতে 140mm fan supported air cooler support করে এমন কেস কিনা ভাল আর যাদের কিনা liquid cooling এর ইচ্ছা আছে তাদের জন্য 240mm cooler supported case কিনা ভাল। আর হ্যা অনেক কেসে 240mm alo এর জায়গা থাকে ঠিকই কিন্তু অনেকক্ষেত্রেই বড় সাইজের র্যাম কিংবা জায়গার সংকটের জন্য তাতে কুলার ফিট নাও হতে পারে। আর custom loop লাগাতে গেলে অবশ্যই কেসে সেই কুলার সাপোর্ট করবে কিনা তা আগেই নিশ্চিত হয়ে নেয়া উচিত।
Side Window:
এত্ত সুন্দর পিসি বানাবেন কিন্তু তা যদি সারাক্ষন নিজের চোখের সামনে দেখা না যায় তাহলে কি আর চলে নাকি। বর্তমানে একটা গেমিং কেসে side window থাকা ফরজ। যেই কেসে window নেই তা কিনা কবীরা গুনাহ। আর 2k17 এ শুধু window হলেই হয় না সেটা অবশ্যই tempered glass এর হওয়া চাই :p । নাহলে কি আর আসল RGB এর মজা পাওয়া যায় নাকি। তবে TG case কিনার পর অবশ্যই তা যত্ন সহকারে ব্যবহার করা উচিত।
PSU Cover
এই আরেকটা জিনিশ যা নিয়ে আসলে আমার না বললেও চলবে। সত্যি কথা বলতে গেলে এই জিনিশ ছাড়া এখন আর কোন কেসের দিকে তাকাতেই ইচ্ছা করেনা। psu cover শুধু যে দেখতে সুন্দর লাগে তা নয় বরং কেবল মেনেজমেন্ট এর জন্য এটি এক বিশাল জায়গা করে দেয়। আর অক্টোপাসের শুড়ের মত ক্যাবল ঢাকতে এরচেয়ে বড় হাতিয়ার আর একটিও নেই। তাই psu cover সহ কেস কিনাই ভাল।
Cable Management:
একটি ভাল কেসিং এর অন্যতম বড় গুন হল ক্যাবল মেনেজমেন্ট। অধিকাংশ কেসের ব্রেন্ডেরই নিজ নিজ ক্যাবল মেনেজমেন্ট এর সিস্টেম রয়েছে। যেমন phanteks এর কেসগুলোয় পিছনের দিকে ক্যাবল মেনেজমেন্ট এর জন্য velcro straps দেয়া হয় আর nzxt এ সামনের দিকে একটি কভার দেয়া থাকে। বাদবাকি কেসিং কম্পানিরও তেমনই নিজেস্ব কিংবা অন্যদের আইডিয়া অনুযায়ী কিছু ব্যবস্থা করা থাকে। তাই কেস কিনার আগে তার রিভিউ দেখে এসব বিষয় জেনে নেয়াই ভাল।
Aesthetics
এত সব দিক দেখার পরেও কেসের outlook ভাল না থাকলে কি চলে নাকি। আর এখন rgb এর যুগ আর অনেক কেসও এখন কেসের সাথে rgb strip দিচ্ছে তাই কেস কিনার ক্ষেত্রে এ সব দিকই বিচার বিবেচনায় রাখা উচিত।
Conclusion:
পরিশেষে বলার মত আর তেমন কিছু নেই। তবে সামনে এইরকম আরো রিভিউ, বায়িং গাইড ও প্রবলেমের সাজেশনের জন্য পেইজে লাইক দিতে ভুলবেন না।
No comments