Header Ads

Header ADS

RAM BUYING GUIDE

RAM BUYING GUIDE


RAM RAM RAM ইদানীং হঠাত করে উপচে পড়া দামের র্যাম বর্তমানে দাম কিছুটা কমে সহনীয় পর্যায়ে এসেছে। তাই এখন অনেকেই র্যাম আপগ্রেড কিংবা নতুন পিসির জন্য ভাল র্যাম কিনার কথা ভাবছেন । তাদের ও সকল পিসি ইউজারদের জন্য আজ বিজয়ের এই মাসে আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম Ram buying guide. এখানে ram নিয়ে আপনাকে একেবারে প্রফেশনাল জ্ঞান দেয়া হবে না তবে ram কিনতে গেলে আপনাকে যা যা জানা প্রয়োজন সেসব বিষয় নিয়ে আলোকপাত করা হবে।
এর আগে একটি কথা না বললেই নয় এরকম ভাল ভাল গাইড ও রিভিউর জন্য অবশ্যই আমাদের পেইজে লাইক দিতে ভুলবেন না।

Bus Speed:

্যামের বাস স্প্রিড খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি যত বেশি হয় ততই ভাল। কেননা ram bus speed এর উপর নির্ভর করে পিসির পারফর্মেন্স বেড়ে যায়। কিছু কিছু গেমে higher frequency ram এর জন্য খানিকটা advantage পাওয়া যায়। আবার কিছু কিছু software এর জন্যও higher frequency ram লাগে। এমনকি এই bus speed চাইলে overclock ও করা যায়। সেজন্য oc supported ram লাগে
একইসাথে motherboard কেও xpm profile support করতে হয়।

Ram Channel:

পিসিতে কি একটি 8gb ram Ram লাগানো ভাল নাকি দুটি 4gb ram? এই প্রশ্ন অনেকের মুখেই শুনা যায়। বাস্তবে ২টি কিংবা ৪টি ram লাগানোই ভাল। এতে dual channel advantage পাওয়া যায় যাতে কম্পিউটার ভাল পারফর্মেন্স করে। তাই ram কিনতে গেলে 2*4gb কিংবা 2*8gb ram কিনাই উচিত।

Different type of ram:

একটি প্রশ্ন অনেকের মাথায় ঘুরঘুর করে আর তা হল আমি যদি দুটি ভিন্ন ব্রান্ডের র্যাম লাগাই তাহলে কি হবে?
আপনি যদি দুটি ভিন্ন ব্যান্ডের ভিন্ন স্পিডের দুটি র্যাম লাগান তাও পিসি চলবে। তবে এক্ষেত্রে দুটি র্যামই একেবারে lowest speed limit এ চলবে বেশিভাগ ক্ষেত্রে। এজন্য আপনাকে motherboard এর বায়োসে গিয়ে র্যাম দুটোর যেটি মিনিমাম bus speed সেটি enable করে নিতে হবে। আর বাস স্পিড একই হলে সেই বাস স্পিড সিলেক্ট করে দিবেন।

RAM aesthetics:

বর্তমান সময়ে অনেকেরই আর পুরোনো heatsink ছাড়া র্যাম চালাতে পছন্দ করেন না । আবার অনেকেই RGB ram এর জন্য পাগল । তারা চাইলে সহজেই র্যামের লুক পরিবর্তন করে নিতে পারেন rgb ram heat snik লাগিয়ে কিংবা ram cooler কিনে। এগুলা হাজারখানেক টাকার মধ্যেই পেয়ে যাবেন আর কস্ট করে বেশি দাম দিয়ে নতুন র্যাম কিনা লাগবে না যদি আগে থেকেই আপনার পর্যাপ্ত র্যাম থেকে থাকে।

Ryzen and RAM

intel এ সব র্যাম সাপোর্ট করলেও ryzen এ সব র্যাম সাপোর্ট করে না। আবার সব রাইজেন মাদারবোর্ডও সব র্যাম সাপোর্ট করে না। এজন্য রাইজেনের র্যাম কিনার আগে সেটি ryzen supported কিনা তা অবশ্যই যাচাই করে দেখবেন। সাধারণত samsung chip এর র্যামগুলোই শুধু রাইজেন প্লাটফর্ম সাপোর্ট করে। এছাড়া ryzen এর জন্য যত সম্ভব higher frequency ram কিনাই ভাল কেননা ryzen higher frequency ram লাগালে ভাল পারফর্মেন্স দেয়। এমনকি ryzen এর জন্য কিছু স্পেশাল Ram ও আছে ।

Conclusion:

তাহলে এবার সবচেয়ে বড় প্রশ্নে আশা যায়। এখন গেমিং এর জন্য কতটুকু RAM প্রয়োজন ? এর কোন সহজ উত্তর নেই। তবে 8gb থাকলেই মোটামুটি সব গেম ভালভাবে খেলা যায় তবে কিছু গেম 8gb এর বেশি ram ব্যবহার করে সেক্ষেত্রে 16gb ram লাগে। আর 16gb ram থাকলে কোন সমস্যা নেই। সব গেম butter smooth fps এ খেলা সম্ভব। আর কিছু কিছু software অনেক ram hungry হয় সেক্ষেত্রে 32gb ram নেয়াই ভাল।
আজ তাহলে এ পর্যন্তই।

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.