GIGABYTE GTX 1050ti G1 GAMING Review
একদিকে মাইনারদের উপচে পড়া ভীড় আর অন্যদিকে GDDR5 memory এর সংকট এই দুয়ে মিলে বর্তমানে জিপিউ এর দাম অনেকটাই বেড়ে গেছে কিন্তু তাই বলে কি গেমারদের আর জিপিউ ছাড়া চলে নাকি।আর তাই আজ আমাদের কাছে রিভিউয়ের জন্য আছে মিড বাজেটের গেমারদের ক্রাশ GTX 1050ti এর একটি অত্যন্ত আকর্ষণীয় মডেল GIGABYTE G1 GAMING রয়েছে যার দাম 17.6k । তবে রিভিউ শুরু করার আগে কয়েকটা কথা বলতে চাই যেহেতু জিপিউটি প্রায় অনেকদিন ধরেই বাজারে আছে তাই এর পারফর্মেন্স এর ব্যাপারে কমবেশি সবাই অবগত আছে এমনকি এর ব্যবহারকারীর সংখ্যাও কম না। তাই আজকে রিভিউতে শুধু এর পারফর্মেন্স না এটি থেকে কিভাবে আপনি সর্বোচ্চ gaming experience পেতে পারেন আর কতদিন পর্যন্ত এটি আপনাকে সাপোর্ট দিতে পারবে তাও বাদ যাবে না। তাহলে চলুন মূল রিভিউতে ঝাপিয়ে পড়া যাক।
Outlook
জিপিউটিতে কাল ও কমলা রঙ্গয়ের থিম দেয়া হলেও সবধরনের রিগের সাথে যাতে এটি মানিয়ে নিতে পারে সেদিকটি খেয়াল রেখে এতে কমলা রঙ্গয়ের প্রভাবটা তেমন কড়াভাবে দেয়া হয়নি। জিপিউতে বেকপ্লেট দেয়া হয়ছে যা আমার খুব প্রীয় একটা জিনিশ আর আমাদের দেশের কথা চিন্তা করলে এটি একটি প্রয়োজনীয় জিনিশও বটে। কেননা অনেকক্ষেত্রেই backplate না থাকায় আমি জিপিউর pcb তে মরচে পড়তে দেখেছি যা জিপিউর জন্য ক্ষতিকারক। এছাড়াও বর্তমান ট্রেন্ড মাথায় রেখে জিপিউটিতে দেয়া হয়েছে RGB Lighting যা একটি 1050ti এর ব্যবহারকারীকেও high end gpu userদের মত নিজের রিগকে ভালভাবে প্রদর্শন করার সুযোগ করে দিচ্ছে ।
Cooling
জিপিউটি ঠান্ডা রাখার জন্য এতে ব্যবহার করা হয়েছে ২ টি 90mm ফ্যানের। এই ফ্যানগুলোকে windforce ফ্যান বলা হয় । আরো আছে দুটি অ্যালুমিনিয়াম কম্পোজিট হিট পাইপ যা সরাসরি জিপিউর কোরের সংস্পর্শে আছে। সব মিলিয়ে কুলিং যথেষ্ট ভালই বলা চলে।
Temp & Noise
এই মিড লেভেলের কার্ডে গিগাবাইট খুব ভালই নজর দিয়েছে বলতে হবে কেননা আমাদের পরীক্ষায় এটি খুবই ভাল পারফর্মেন্স দিয়েছে। ঘন্টা খানেক গেম খেলার পরেও আমরা এর temp 62+ নিতে পারিনি। তবে বর্তমানের ঠান্ডা আবহাওয়া আর নতুন অবস্থায়ই এজন্য দায়ী। তাই বলা যায় গরমের সময় আর বছরখানেক ব্যবহারের পরেও এর temp 65 এর উপরে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে :)
Benchmarks
জিপিউ তোমার ক্ষমতা কি বেঞ্চমার্ক তাহার প্রতিচ্ছবি। এখানে প্রতিটা গেমের বেঞ্চমার্ক একে একে তুলে দিলে তা দেখতেও খারাপ লাগত আর সেসাথে লিখাটাও বড় হয়ে যেত। তাই সবার সুবিধার জন্য এইবার আমরা সব বেঞ্চমার্কগুলো নিজে ছবিতে গ্রাফের মাধ্যমে দেখাচ্ছি। আর পেইজের নিচে in game ss এর একটি ডকুমেন্টও সাথে দেয়া হল।
আর টেস্ট বেঞ্ছমার্কের জন্য আমরা দুটি সিস্টেম ব্যবহার করেছি যার একটি i7 4790k অপরটি ryzen 1500x। তবে full performance এর জন্য i7 এর বেঞ্চমার্ক দেয়া হল।
আর সামনেই আমাদের রাইজেনের বেঞ্চমার্কও আসতেসে :)
আর বেঞ্ছমার্ক সম্পর্কে কিছু কথা না বললেই নয় আর তা হল একটি গেমের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে fps এর অনেক হেরফের করা যায়। চাইলে gta v 1080p এ gtx 1080 কেও fps 40 এর নিচে নামানো সম্ভব। আমরা সবার সুবিধার জন্য গেমের স্টার্টিং টাইমের অথবা যেসব গেমে in game bench tools রয়েছে তার সাহায্য নিয়েছি। আর সেটিংস এর ক্ষেত্রে মোটামুটি high end gpu এ যেমন সেটিংস দেয়া হয় অনেকটা সেরকম সেটিংস দেয়া হয়েছে যাতে high end gpu userরা সহজেই এর ক্ষ্মতা সম্পর্কে ধারনা পেতে পারে। আর আমরা মনিটরের জন্য msi afterburner ব্যবহার করেছি সেই সাথে temp এর জন্য কাস্টম ফ্যান কার্ভও ব্যবহার করেছি।
Graphics Target
এখন নিচের বেঞ্চমার্কগুলো দেখলে কিছু কিছু মানুষ একটু হতাশ হতেই পারে তবে বলে রাখা ভাল আমরা বেঞ্চমার্কের জন্য 1080p রেজুলেশন ব্যবহার করলেও বিভিন্ন সেটিংস বাডিয়ে দিয়েছিলাম যাতে জিপিউটি heavy details এ কেমন পারফর্মেন্স দিতে পারে তা পরীক্ষা করার জন্য । এমনিতে সেটিংস কিছুটা এদিক সেদিক করলেই আপনি 1080p mid-high এ 60 fps এর কাছাকাছি দিয়ে অধিকাংশ গেম খেলতে পারবেন।
গেমের রেজুলেশন যদি 1080p হয় তাহলে সেক্ষেত্রে আপনি প্রথমে msaa/Anti Aliasing 2x , Shadow & Texture quality mid-high দিয়ে অধিকাংশ AAA tytle game এ high এ খেলা সম্ভব। তবে আপনি যদি নিজে থেকে প্রতিটা গেমে পরীক্ষা করে নেন তাহলে গেমভেদে আরো ভাল কোয়ালিটি পেতে পারেন।
Future Proof
আমাদের দেশের গেমারদের জন্য একটি জিপিউ কতদিন ভাল পারফর্মেন্স দিতে পারে তা অনেক বড় একটা বিষয়। মিড রেঞ্জ কার্ড যেহেতু তাই অধিকাংশেরই চাওয়া থাকে ভাল AAA টাইটেলে যাতে around 60 fps এ খেলা যায়।
এক্ষেত্রে বলা বাহুল্য প্রায় বছর দুয়েক যদি game industry এ তেমন কোন পরিবর্তন না আসে তাহলে সেটিংস এদিক সেদিক করে অধিকাংশ গেমে around 60 fps পাওয়া সম্ভব। তবে ফিউচারপ্রুফের কথা চিন্তা করলে অবশ্যই একটি ভাল মানের 1050ti অর্থাৎ এই G1 GAMING এর মত জিপিউই নেয়া উচিত।
Over Clocking
এমনিতে একটি 1050ti এর জন্য যেখানে কিনা কোন external psu এর দরকার নেই সেখানে G1 GAMING এ একটি 6 pin ব্যবহার করা হয়েছে। এরথেকে জিপিউটি যে oc এ ভাল ফলাফল করবে তা অনায়েসেই বুঝা যায়। আমরা oc এর জন্য এই সেটিংস ব্যবহার করি :
Core Voltage : 100%
Power Limit : 125 %
Temp. limit : 97 C
Core Clock : + 144
Memory Clock : +800 MHz
এই সেটিংস ব্যবহার করার কারনে আমরা core clock 1848 থেকে 2025 এ নিয়ে স্টেবল করতে সক্ষম হয়েছিলাম। তবে এই oc একেকজনের ক্ষেত্রে একেকরকম হতে পারে তাই এ নিয়ে চিন্তার কিছু নেই। 1900+ এ স্টেবল হলেই oc এ কোন সমস্যা নেই বলা যায়।
Pros
* backplate
* rgb lightning
* good oc capability
* excellent cooling
Cons
* 6pin so non branded psu users needs to upgrade their psu too.
Conclusion:
জিপিউটা দেখতেও সুন্দর আর সেই সাথে পারফর্মেন্সও 1050ti অনুসারে একেবারে সেরা। বিশেষ করে এই বাজেটে backplate আর সাথে rgb lighting হল মিড বাজেটের গেমারদের জন্য এক বিশাল ব্যাপার। এমনিতে বেশিভাগ 1050ti এর temp ই 70-75 এর কমে থাকে যেটা এই জিপিউ এ ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। শুধুমাত্র একটি দিকেই জিপিউটি অনেকের কিনার সামর্থ্যের বাহিরে যেতে পারে আর তা হল এটি চালাতে একটি branded psu এর দরকার। তবে যাদের branded psu রয়েছে তারা নিঃসন্দেহে এটি নিতে পারেন।
তাহলে আজ এ পর্যন্তই। কোন ভুল ক্রটি থাকলে ক্ষমার চোখে দেখবেন আর কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে তা আমাদের জানান। আর এমন আরো রিভিউ পাওয়ার জন্য আমাদের পেইজে লাইক দিন ও Save page optionটিতে ক্লিক করে upto date থাকুন।
No comments