Header Ads

Header ADS

Gigabyte XM300 Review

Review of Gigabyte XM300

কি খবর বন্ধুরা আজ আবারো competitive গেমারদের প্রীয় বস্তু মাউসের রিভিউ নিয়ে হাজির। এরাগে আমরা best budget claw griper মাউস নিয়ে আলোচনা করেছিলাম আর আজ তারই ধারাবাহিকতায় আমরা নিয়ে আসলাম আমাদের দেশের অধিকাংশ গেমার তথা plam griper gamerদের জন্য মিড বাজেটে সবচেয়ে ভাল মাউস GIGABYTE XM300 নিয়ে। 3500 টাকা বাজেটের এই মাউসটি দেখতে অনেকটা poplular fps mouse Razer DeathAdder এর মত দেখতে। তবে এই মাউসের পক্ষে কি আসলেই সেই লেভেলের পারফর্মেন্স দেয়া সম্ভব? জানতে চাইলে আর দেরী না করে আমাদের রিভিউওটি বিস্তারিত পড়ুন।

Features:
* 7 programmable buttons
* rgb lighting ,
* 1.8m matt black PVC cable
* 6400 DPI
* weight: 101gm
* Xtreme Gaming software

Looking:

মাউসটি প্রথম দর্শনেই এটি যে একটি গেমিং মাউস তা আর আপনাকে বলে দেয়া লাগবে না। কালো রঙ্গয়ের এই মাউসটিতে সাইড গ্রিপগুলো কিছুটা futuristic look দেয়া হয়েছে যা আমার কাছে খুবই ভাল লেগেছে। পুরুপুরি কাল রঙ্গয়ের এই মাউসটির উপরের G logo টি RGB হওয়ায় তা আপনার সেটাপকে এক আকর্ষনীয় লুক দান করবে। এছাড়া সাইডে dpi indication এর জন্য led light ব্যবহার করা হয়েছে যা শুধু দেখতেই সুন্দর না বরং আপনার মাউস বর্তমানে কোন dpi এ চলছে তা জানতেও অনেক কাজে দেয়। মাল্টি dpi userদের জন্য এটি অত্যন্ত দরকারী একটি ফিচার।

Shape:

Razer DA থেকে অনুপ্রানীত হয়েই এর গ্রীপ অনেকটা সেরকম করা হয়েছে। সত্যি বলতে কোন কিছু কপি করা খারাপ না যতক্ষন পর্যন্ত তা আপনাকে কম দামে ভাল জিনিশ দিচ্ছে। বিশেষ করে এই ধরনের গ্রীপ palm griperদের জন্য সবচেয়ে ভাল। তবে এর ডানের সাইডে DA এর মত সোজা না রেখে বাহিরের দিকে কিছুটা অর্ধবৃত্তাকার শেপ দেয়া হয়েছে যার ফলে এটি গ্রিপ করতে আরেকটু সুবিধাই হয়েছে। এর উচ্চতা 130mm আর প্রস্থ 60mm যেটি ছোট থেকে মাধারি মানের হাতের জন্য আদর্শ । সর্বশেষ এর ওজন 100gm যা fps gaming এর জন্য আদর্শ। আর দুই সাইডে নিচের দিকে রাবারের গ্রীপ আর তার উপরের দিকে textured plastic এর আবরন দেয়ায় এতে আপনি প্রিমিয়াম মাউসের মতই ফিল পাবেন। তাই মাউসটির গ্রীপ নিয়ে আপনি একেবারে নিশ্চিতে থাকতে পারেন।

Buttons:

এতে আছে মোট ৭ টি বাটন যার মধ্যে সাইডের বাটনগুলা back and forward এর জন্য আর মাঝখানে দুটি বাটন dpi switch এর জন্য দেওয়া হয়েছে তবে আপনি চাইলে এগুলা পরিবর্ত্ন করে নিতে পারেন। আর left and right click গুলা omron switch ব্যবহার করা হয়েছে যেগুলো সাইলেন্ট এবং ট্রাভলডিস্টেন্স অনেকটাই কম । আর বাজেট মাউস হলেও এর সবগুলো বাটনই প্রিমিয়াম লেভেলের। এর স্ক্রল wheel টিও যথেষ্ট ভাল আর এর ট্রাভেল ডিস্টেন্স মোটামুটি । সাইডের বাটনগুলোর পজিশনও ছিল ভাল আর সেই সাথে স্বল্প ট্রাভলডিস্টেন্স তাই অনায়েসেই এই বাটনগুলো ব্যবহার করতে পারবেন।

Software:

মাউসটির Xtreme gaming software support করে। এই সফটওয়্যার দিয়ে আপনি dpi change, color change, poling rate, custom profile, macro adjustment এই সবই করতে পারবেন। কালারের দিকথেকে কিছু কিছু ক্ষেত্রে এটি পুরুপুরি accurate color দিতে না পারলেও ledটি যথেষ্ট ব্রাইট আর দেখতেও ভালই লাগে। overall দামের তুলনায় সফটওয়্যারটি ভালই আছে ।

Sensor:

এতে ব্যবহার করা হয়েছে বহুল ব্যবহৃত সেন্সর Pixart 3988 যা পারফর্মেন্সের দিক থেকে বাজারের অন্যতম সেরা একটি সেন্সর । এটি দিয়ে আপনি pixel to pixel track করতে পারবেন। এটি 180, 360 degree এর মত মুভমেন্ট ও অনায়েশে করতে পারবেন কোন pixel skipping ছাড়াই। আর এর রেস্পনসও 8-10 টি top level gaming mouse এর মতই পারফর্মেন্স দেখিয়েছে। আর এতে কোন jitter কিংবা angle snapping নেই। এর lift-off distance 2dvd যা এক্কেবারে জোস নয় তবে এতে তেমন কোন সমস্যাও নেই। তাই বলা যায় high কিংবা low dpi সব প্লেয়ারেরাই এই মাউসটি দিয়ে ভাল aim ও মুভমেন্ট করতে পারবেন।

Build Quality:

একটি মাউসের বিল্ড কোয়ালিটি এর বাটন, বডি স্ট্রাকচার ও গ্রিপের উপরে নির্ভর করে। আগেই এর বাটন এবং গ্রীপের কথা বলা হয়েছে। একটা জিনিশ আগে বলা হয়নি আর তা হল অধিকাংশ রাবার গ্রীপই যদি আমাদের দেশে রেখে দেয়া হয় তাহলে তাতে জলীয় বাষ্প লেগে ধীরে ধীরে খয় হয়ে যায়। তবে এই মাউসের গ্রীপটি কিছুটা শক্ত রাবারের হওয়ায় এই সমস্যাটি তেমন তীব্র আকারে দেখতে পাবেন না বলেই আশা করছি। আর বডির কোয়ালিটি নিয়ে বলব একে নাড়ালে মাউসটি হালকা একটু শব্দ করে তবে তারজন্য এর wheelটিই দায়ী। তাই এটি বড় কোন সমস্যা নয়। আর নিচের রাবারের পাগুলোও ভাল কোয়ালিটির। মাউসপ্যাড দিয়ে মাউস ব্যবহার করলে এটি খয় হওয়ার সম্ভাবনা কম। Overall বিল্ড কোয়ালিটি নিয়ে সন্তুষ্ট থাকতে পারেন।

Conslusion:

g102 best budget gaming মাউস হলেও তা palm griperদের জন্য লং টাইম গেমিংয়ে একটু অসস্থিকর লাগতে পারে। এখন অনেকেই আমার কথায় একটু confuse হতেই পারে। একটি সহজ ব্যাখ্যা দিয়ে সবাইকে এটি পরিষ্কার করতে চাই। আমরা যখন কোন জামা কিনি তখন সবাই এমন জামাই কিনি যা আমাদের গায়ে ভালভাবে ফিট হয়। যদি জামা বেশি বড় কিংবা বেশি টাইট হয় তাহলে তা দেখতেও খারাপ লাগে আর সেই সাথে অসস্থিকরও লাগে। তেমনি claw griperরা যদি plam griper দের মাউস ব্যবহার করে তাহলে এরকম অসস্থিকর লাগবে।তাই আমার পক্ষ থেকে সকল palm griper fps gamerদের জন্য মিড বাজেট মাউস হিসেবে এটি recommended । তাহলে আজকের মত সবাইকে বিদায় জানিয়ে এখানেই রিভিউ শেষ করছি।

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.