Header Ads

Header ADS

Long Lasting PC

গেমিং এর জন্য কম্পিউটারের প্রতি আমাদের ভালবাসা আর কৈতুহলের কোন অভাব নেই। কিন্তু অনেক কারনেই আমাদের এই কম্পিউটার মাঝে মাঝেই এটা সেটা সমস্যা দেখা দেয় কখনও কখনও gg হয়ে যায় :p । তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে কিভাবে আপনার সাধের কম্পিউটারকে যথাসম্ভব বেশিদিন টিকিয়ে রাখতে পারেন সেব্যাপারে আলোচনা করতে। শুরু করার আগে আরও কিছু কথা বলতে চাই আর তা হল কম্পিউটার একটি ইলেকট্রনিক ডিভাইস তাই অনেক যত্নের পরেও এতে যেমন সমস্যা দেখা দিতে পারে তেমনি যত্ন না নেয়ার পরেও কয়েকবছর ভালই চলতে পারে যদি আপনি তেমন একটা ব্যবহার না করেন। এখানে যেই যেই বিষয়ের উপর আলোচনা করা হল তা অনেকেরই জানা তবু যারা জানেন না তাদের কথা মাথায় রেখেই এই বিষয়টির উপরে আলোকপাত করা হল।

Less Temp

কম্পিউটারের উচ্চ টেম্পারেচার এর একটি প্রধান শত্রু । তাই পিসির তাপমাত্রা যতটা সম্ভব কমিয়ে রাখার চেস্টা করা উচিত। এজন্য ভাল airflow সাপোর্টেড কেসিং আর কিছু ফ্যান থাকা জরুরি। আর যদি প্রসেসর oc করার ইচ্ছা থাকে বা তাপমাত্রা 70'c cross করে চলে যায় সেক্ষেত্রে extra cooler লাগাতে পারেন। pcu/gpu এর তাপমাত্রা যেন 80'c cross না করে সেদিকে খেয়াল রাখাটা জরুরি।

এরসাথে জিপিউ এর ব্যাপারে কিছু কথা না বললেই নয়। জিপিউ এর তাপমাত্রা জেনারেশন আর মডেল ভেদে অনেকটাই উঠানামা করে। পুরোনো দিনের AMD কার্ড, রেফারেন্স মডেলের nvidia gpu কিংবা 80/80ti এর সাধারণ মানের কার্ডগুলোর টেম্পারেচার অনেকটাই বেশি থাকে। এগুলো তাপমাত্রা ৮০-৯০ ও উঠে যেতে পারে। এজন্য এগুলোর ফ্যান স্প্রিড যতটা সম্ভব বেশি দেয়াই ভাল। তাই msi afterburner সফটওয়্যার ব্যবহার করা উচিত। আর বর্তমান দিনের nvidia gpu থেকে ভাল পারফর্মেন্স পেতে টেম্পারেচার 70-75 বা তার যত নিচে রাখতে পারেন ততই ভাল। এতে gpu boost clock এর কারনে আপনি ভাল পারফর্মেন্স পাবেন। সামনেই আমরা এ নিয়ে বিস্তারিত আলোচনা করব।

UPS and voltage stabalizer

আমাদের দেশের ইলেকট্রিসিটি সবসময় 220V এ স্ট্যাবেল থাকে না। গরমের সময় আসলেই আমাদের অনেকেই low voltage এর পাল্লায় পড়তে হয়। এই অনিয়ন্ত্রিত বিদ্যুত প্রবাহ পিসির জন্য ক্ষতিকর। আর এর হাত থেকে রক্ষার জন্য voltage stabilizer হল একমাত্র হাতিয়ার।
আর লোডশেডিং এর ফলে হার্ডডিস্ক ও জিপিউ এর ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। তাই লোডশেডিং এর হাত থেকে রক্ষা পাবার জন্য একটি UPS থাকা ভাল। আজকাল 1200 কিংবা এর উপরের UPS গুলোয় voltage stabilizer built in থাকে তাই এই ধরনের UPS কিনার চেস্টা করুন। তাহলে এক ঢিলে দুই পাখি মারতে পারবেন।

Good PSU

কম্পিউটারের সব ইলেকট্রনিক যন্ত্রাংশে বিদ্যুত সাপ্লায়ের কাজটি পাওয়ার সাপ্লাই করে থাকে। তাই দীর্ঘদিন কম্পিউটার ভাল রাখতে চাইলে ব্রেন্ডেড পাওয়ার সাপ্লাই ব্যবহার করাই ভাল। এগুলোর ট্রাঞ্জিস্টর গুলো উন্নতমানের হয় তাই তারা খুব সুক্ষভাবে প্রতিটি যন্ত্রে পর্যাপ্ত পরিমানে বিদ্যুত সাপ্লাই দিতে পারে। আর অধিক পাওয়ার hungry gpu ব্যবহারে কিংবা oc করার ইচ্ছা থাকলে একটু ভালমানের পাওয়ার সাপ্লাই কিনাই ভাল।

Regular cleanup

পিসি ঠিক রাখার জন্য শুধু কিছু accessories কিনলেই হবে না বরং পুরো পিসির নিয়মিত পরিষ্কার রাখাও জরুরি। বিশেষ করে আমাদের দেশে যে পরিমানে ধুলোবালি পড়ে তাতে পিসিকে নতুনের মত রাখতে চাইলে প্রতি সপ্তাহে পিসি পরিষ্কার করাই ভাল। আর যাদের কিনা সময় কম থাকে তাদের জন্য অন্তঃত মাসে একবার পিসি পরিষ্কার করা উচিত। পিসি পরিষ্কার করার জন্য ব্লোয়ার কিংবা রং করার ব্রাশ ব্যবহার করাই সবচেয়ে বেশি ভাল। আর মনিটর পরিষ্কারের জন্য পাতলা কাপড় খুব আলতোভাবে ব্যবহার করা উচিত। ভুলেও কখনো পানি লাগাবেন না। প্রয়োজন হলে সামান্য গ্লাস ক্লিনার ব্যবহার করতে পারেন। মনে রাখবেন মনিটরের স্ক্রীন কোন গ্লাস নয়।

Final Words

পিসির এসব খুটিনাটি বিষয় অনেকেরই জানার কথা। তবে জেনে থাকলেও মাঝে মাঝে আমরা এসব ব্যাপারে খুব একটা গুরুত্ব দেই না আর মাঝে মাঝেই এর ফল খুব বাজেভাবে আমাদের সামনে হাজির হয়। তাই একটু কস্ট করে হলেও পিসির এই যত্নগুলো নেয়া উচিত। এতে পিসি থাকবে নতুনের মত আর আপনি পাবেন butter smooth performance. যদি আপনার পোস্টটি ভাল লেগে থাকে কিংবা আরো কিছু জানার থাকে তাহলে আমাদের জানান। ভাল সাড়া পেলে সামনে আমরা ম্যাকানিক্যাল কিবোর্ড এর রক্ষনাবেক্ষন নিয়ে একটি বিস্তারিত আলোচনা করব। আজ তাহলে এখানেই শেষ করছি। 👍

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.