Logitech G102 Review
Review of logitech g102:
একজন competitive গেমারের কাছে একটি ভাল মাউসের মূল্য জিপিউ থেকে কোন অংশেই কম না। তবে একটি ভাল মাউস কিনতে গেলে আগে সবাইকেই একটি মোটা অংকের টাকা মাউসের পিছনেও ব্যায় করা লাগত। কিন্তু logitech g102 মোটামুটি বাজেটের মধ্যেই fps and online gaming এর জন্য অসাধারণ একটি চয়েজ। বাজেট 1000-2000 এর মধ্যে পূর্বে a4 tech এর কিছু মাউস বাদে আর অন্য তেমন কোন মাউসই বাজারে ছিল না। মাউসটিকে logitech g pro gaming mouse (70$) এর একটা cut down ভার্শনই বলা চলে। তাহলে দেখে নেয়া যাক আসলেই মাউসটি কেমন।
Features:
* 6 programmable buttons
* rgb lighting on the bottom and logo,
* 2 feet long thick cable(not braded)
* Dpi: 8000 max
* Weight: 85gram
* Logitech software
Outlook
দেখতে এটি হুবুহু g pro এর মতই তবে g pro এর তুলনাইয় এর সার্ফেস কিছুটা রুক্ষ। আর এর সাইডে কোন extra material দেওয়া নেই। কালো রঙ আর চারপাশে চিকন led lighting এ এটি দেখতে সেই লেভেলের গেমিং মাউস না লাগলেও কারো পক্ষে খারাপ বলা সম্ভব না। আর rgb option এর জন্য যেকোন সেটাপের সাথেই মাউসটি ভালই মানিয়ে নিতে পারবে।
Shape:
মাউসটি দেখতে অনেকটা সাধারন মাউসের মতই শুধু মাঝে একটা Logitech এর লগো আছে আর নিচের দিকে আরেকটি led। সত্যি কথা বলতে গেলে উদ্ভট ডিজাইন দিলেই কোন মাউস গেমিং মাউস হয়ে যায় না। সাধারণ গ্রিপ হলেও এতে গ্রিপ করা অনেকটাই সহজ। এর উচ্চতা 116.6mm আর প্রস্থ 62.15mm যেটি ছোট থেকে মাধারি মানের হাতের জন্য আদর্শ। যদিও মাউসটি সব ধরনের গ্রীপের মানুষই ব্যবহার করতে পারবে তবে claw and fingertip grip এর জন্যই এই মাউসিটি বেশি মানানসই। তবে এর সাইডের দিকে কোন extra rubber grip বা অন্য কোন গ্রিপ লাগানো নেই যেটি অনেকের জন্য আরামদায়ক নাও হতে পারে বিশেষ করে যারা আগে খুব ভাল finger grip ব্যবহার করে অভ্যস্ত। তবে সাইডে রাবার গ্রিপ না থাকায় এটি অনেকদিন ব্যবহারে গ্রিপ নস্ট হয়ে যাওয়ার আংশকাও কম। সর্বশেষ এটি অনেক পাতলা মাউস মাত্র 85gm যেখানে fps games এর জন্য 100gm এর কাছাকাছি কে আদর্শ ধরা হয়। হালকা আর কিছুটা ছোট হওয়ার জন্য এটি দিয়ে aim করা অনেকটা সহজ কারন ছোট মাউসে ভাল টার্গেট করা যায় আর বড় মাউস এ আরাম বেশি কিন্তু টার্গেট করার নির্ভুলতা কমে যায়। তাই নেট সারফিং করার চেয়ে খেলার জন্যই এটি বেশি মানানসই।
Buttons:
এতে আছে মোট ৬ টি বাটন যার মধ্যে সাইডের বাটনগুলা back and forward এর জন্য আর মাঝখানেরটি dpi switch এর জন্য দেওয়া হয়েছে তবে আপনি চাইলে এগুলা পরিবর্ত্ন করে নিতে পারেন। আর left and right click গুলা omron switch ব্যবহার করা হয়েছে যেগুলো কিছুটা কম শব্দ করে এবং এগুলোর সন্তোশজনক ট্রাভল ডিসটেন্স রয়েছে। আর বাজেট মাউস হলেও এর সবগুলো বাটনই প্রিমিয়াম লেভেলের। এর স্ক্রল wheel টিও যথেষ্ট ভাল আর এর ট্রাভেল ডিস্টেন্সও অনেকটা কম।
Software:
অন্যান্য সব Logitech g series এর মত এর সাথেও রয়েছে Logitech এর gaming software যার সাহাযে এর বাটনগুলো আপনি নিজের ইচ্ছামত প্রোগ্রাম করতে পারবেন। সাথে 300-8000 পর্যন্ত dpi setting করতে পারবেন এবং নিজের ইচ্ছামত কালার দিতে পারবেন।
Sensor:
এতে ব্যবহার করা হয়েছে logitech এর নিজেস্ব সেন্সর Mercury যা এই বাজেটের যে কোন মাউসের তুলনায় অনেক ভাল । নিজেস্ব সেন্সর ব্যবহারের কারনেই মাউসটি এত কমে আমরা পাচ্ছি। এটি দিয়ে আপনি pixel to pixel track করতে পারবেন। এটি 180, 360 degree এর মত মুভমেন্ট ও অনায়েশে করতে পারবেন কোন pixel skipping ছাড়াই। পারফর্মেন্সের বিচারে এটি বর্তমানের অন্যতম সেরা সেন্সর 3366 এর অনেকটাই সমান পারফর্মেন্স দেয়। আর নতুন update আশার পরে একে আরো ভাল বলা চলে।
Final Words
আর বাজেট মাউস হলেও এটি অনেক হাল্কা এবং বিল্ড কোয়ালিটি ভাল না আর সাথে আছে 1 year warranty. তবে সত্যি বলতে এই মাউসটি দিয়ে aim করা অনেক 5-6হাজার টাকার মাউসের চেয়েও ভাল। তাই fps gamer কিংবা অনলাইন গেমিং এ এটি অধিকাংশ রিভিউয়ারদের থেকেই one of the best mouse হিসেবে নির্বাচিত হয়েছে। তাই কারো নতুন কোন গেমিং মাউস কিনার ইচ্ছা থাকলে এটিই বর্তমানে বাজেটে best option। আমি নিজেই বর্তমানে এই মাউসটি ব্যবহার করছি আর পারফর্মেন্স এর ক্ষেত্রে কোন সমস্যাতেই পড়তে হয়নি।
মাউসটি ২০০০টাকা বা এর আশেপাশেই আপনি পেয়ে যাবেন। তাহলে আজ এ পর্যন্তই পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য সবাইকে ধন্যবাদ :)
No comments