Ryzen 3000 series Zen2 architecture
Ryzen 3000 series Zen2 architecture:
সামনেই Ryzen তাদের নতুন প্রসেসর সিরিজ বাজারে নিয়ে আসছে। খুব সম্ভবত Computex 2019 এই আমরা সর্বপ্রথম এর ঝলক দেখতে পারব। বর্তমানে ryzen তাদের প্রসেসর সিরিজ দিয়ে মার্কেটে অনেকটাই প্রভাব রাখতে পেরেছে যদিও গেমিং এবং অনেকগুলো intel optimized software এর ক্ষেত্রে তারা কিছুটা পিছিয়ে আছে। তবে বর্তমানে বাজারে intel এর আকাশছোয়া দাম আর তাদের 10nm chip এর সমস্যার কারনে এখন intel amd থেকে কিছুটা পিছিয়ে পড়ার সম্ভবনা রয়েছে।
কেননা amd তাদের 7nm chip নিয়েই ryzen 3000 series রিলিজ করছে যেগুলোর পারফর্মেন্সের দিক থেকে আগের তুলনায় যেমন ভাল একইসাথে এগুলো অনেক power efficient. তাই আসল রেজাল্ট দেখতে হয়ত আমাদের আর মাত্র মাসখানেক অপেক্ষা করা লাগতে পারে। এই ছবিতে সম্ভাব্য ryzen সিরিজের একটি লিস্ট দেয়া হল। আর বিস্তারিত জানতে আমাদের কমেন্টের লিংকগুলো অনুসরণ করুন।
No comments