Mechanical Eagel Z77 Review
একটি ভাল জিপিউ, প্রসেসর যেমন আপনার গেমের কোয়ালিটিতে আকাশ পাতাল তফাত এনে দিতে পারে তেমনিভাবে গেমিং মাউস, হেডফোন আর ম্যাকানিক্যাল কিবোর্ড আপনার গেমিং এবং সেসাথে pc experience এ অসাধারণ পার্থক্য এনে দিতে পারে। আর আগে এককালে ম্যাকানিক্যাল কিবোর্ডের নাম শুনলেই সবার কাছে মনে হয় এগুলো ব্রলোক্সদের জিনিশ কিন্তু বর্তমানে চাইনিজ অনেক ম্যাকানিক্যাল কিবোর্ডই গেমারদের সাধ্যের মধ্যে এসে পড়েছে আর আজ এমনই একটি চাইনিজ কিবোর্ডের রিভিউ করতে চলেছি যার নাম Mechanical Eagle Z-77। এটি একটি TKL mechanical keyboard যার প্রতিটি সারিতে রয়েছে ভিন্ন রংয়ের led। তাহলে চলুন দেখে নেয়া যাক এইসব বাজেট কিবোর্ড কি আসলেই নামকার ব্রেন্ডগুলোর হাই ইন্ড ম্যাকানিক্যাল কিবোর্ডগুলোর সাথে পাল্লা দিতে পারে কিনা।
Unboxing
এর বক্সদেখলে মনে হয় একজন সাদাসিধা মানুষ। বক্সের উপরের দিকেও কোম্পানি তেমন গুরুত্ব দেয়নি। এর ভিতরেও শুধু কিবোর্ড আর একটি key cap puller ছাড়া আর কিছুই নেই। তবে বক্স দেখেই কোনকিছু বিচার করা ঠিক না।
Overview:
TKL এই কিবোর্ডটি সাইজে ছোট হলেও বাছাধনের ওজন কিন্তু কম না। কিবোর্ডের ভিতরের বেসপ্লেট ও উপরের অংশ মেটালের হওয়াতেই এর এত ওজন। TKL keyboard আমাদের দেশে অনেকেই অভ্যস্ত না হলেও পারসনালি আমার কাছে এই TKL ই বেশি ভাল লাগে। এগুলো জায়গা কম নেয় তাই কিবোর্ডের খুব কাছেই মাউস ব্যবহার করা যায় ফলে কাজ করতে অনেকটা সুবিধেই হয়। আর কিবোর্ডের তারে কোন ব্রেডেড কোটিং নেই খালি usb এ গোল্ড প্লেটিং করা আছে। কিবোর্ডের নিচে দুটি adjustable feel দেয়া আছে যাতে রাবার থাকায় টেবিলের উপরে কিবোর্ডটি নড়াচড়া করার কোন সম্ভাবনা নেই। তবে উপরের অংশের মত এর নিচে মেটাল দেয়া হয়নি। আর কিবোর্ডে wrist pad এর পরিবর্তে হাত রাখার জন্য কিছুটা জায়গা দেয়া আছে ঠিকই কিন্তু তা কোন কাজের না। মোটের উপরে এর বিল্ড কোয়ালিটি বাজেট অনুযায়ী খুবই ভাল তবে কম টাকায় ভাল কিবোর্ড বানাতে গিয়ে তাদের অনেক ফিচার্সই বাদ দিতে হয়েছে।
এবার মূল কিবোর্ডের দিকে আসি। এটি একটি TKL কিবোর্ড তাই এতে numpad নেই। কিগুলোয় গেমিং ফরমেটের অক্ষর ব্যবহার করা হয়েছে। আর key cap গুলো abs dual shock হওয়ায় এগুলো খুব একটি কম্ফোর্টেবল না হলেও বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভাল। কিবোর্ডের উপরের কি গুলো কিছুটা উচু আর মাঝেরদিকেরগুলো কিছুটা ঢেউ খেলানো ফলে এতে টাইপিং এর সময় কিছুটা সুবিধে পাওয়া যায়। আর এর কি গুলো replaceable তাই কোন key নস্ট হয়ে গেলে আপনি নতুন key লাগাতে পারবেন কিন্তু এর সাথে তেমন কোন key দেয়া হয়নি।
এখন তাহলে কিবোর্ডের ভিতরের ব্যাপার নিয়ে আলোচনা করা যাক। এই keyগুলো Xinada নামক চাইনিজ কোম্পানির তৈরী। এগুলো cherry mx blue switch এর ক্লোন তবে এর রেস্পন্স টাইম কিছুটা বেশি আর সেসাথে আওয়াজও অনেকটা বেশিই। তবে এতে কোন anti ghosting problem দেখা যায়নি যেগুলো অনেক বাজেট ম্যাকানিক্যাল কিবোর্ডের সাধারণ সমস্যা। এছাড়া ১বছরের বেশি সময়ের ব্যবহারের পরেও এটি এখনো আগের মতই ভাল Taktile feedback দিতে পারে।
Gaming & Typing
এবার আশা যাক এর টাইপিং আর গেমিং experience নিয়ে। যেহেতু এটি একটি blue clone switch তাই এতে টাইপিং ভাল হওয়াই উচিত। এর বিশেষ কিছু বৈশিষ্ট্যের জন্য এতে টাইপিং করে আমার কাছে সাধারণ blue switch থেকেও কিছুটা বেশি ভাল লেগেছে। কেননা এতে ট্রাভেল ডিস্টেন্স সাধারণ blue switch থেকে বেশি হওয়ায় এতে টাইপিং এর সময় আপনি কিবোর্ডটিকে খুব ভালভাবে উপভোগ করতে পারবেন আর সেই সাথে এর আওয়াজও অনেকটাই বেশি। এতে কিবোর্ড দিয়ে টাইপিং করার সময় মনে হয় যেন পিয়ানো বাজাচ্ছেন :p তবে যারা দ্রুত টাইপিং করতে পছন্দ করেন তাদের এটি পছন্দ নাও হতে পারে। তবে পারসনালি এই কিবোর্ড দিয়ে টাইপিং করতে আমার ভালই লাগে আর তাই ত এই পেইজের অধিকাংশ রিভিউও এই কিবোর্ড দিয়ে টাইপ করেই লিখা হয়েছে।
আর যেহেতু এর ট্রাভেল ডিস্টেন্স বেশি আর অনেক বেশি শব্দ করে তাই গেমিং এ এটি অনেকের জন্যই কিছুটা uncomfortable feel হবে। আর কিছু ক্ষেত্রে quick movement এ হালকা দেরী হতে পারে যা কম্পিটেটিভ গেমারদের জন্য অনেক বড় একটি সমস্যা হয়ে দাড়াতে পারে।
কিবোর্ডে rgb lighting নেই এর বদলে এতে রয়েছে per row color effect। যা আপনি পরিবর্তন করতে পারবেন না। তবে এতে কিছু লাইটিং ইফেক্ট রয়েছে। যেমন static, memory, wave, snake, breathing আর চাইলে শুধু গেমে ব্যবহার করা কি গুলোয় লাইটিং করতে পারবেন। আর কিবোর্ডের ledগুলো যথেষ্ট bright তাই দিনের বেলায়ও আপনি এর ledগুলো খুব ভালভাবেই দেখতে পারবেন। সত্যি বলতে এই বাজেটে এটি খারাপ না। আর কিবোর্ডটি বছরখানেকের বেশিদিন ব্যবহার করার পরেও এখনো এর কোন led নস্ট হয়নি যেখানে অনেক ব্রেন্ডের কিবোর্ডের led ই কয়েকমাস পরে নস্ট হতে দেখা যায়।
Conclusion
এককালে ম্যাকানিক্যাল কিবোর্ড ছিল গেমারদের জন্য একটি বিলাসবগুল জিনিশ আর তখন mechanical eagle এর মত একটি চাইনিজ ব্যান্ড মাত্র 40$ এ ম্যাকানিক্যাল led keyboard নিয়ে এসেছিল যা অনেকের কাছেই ছিল অবিশ্বাস্য। আর পারসনালি অনেকদিন ব্যবহারে পরে এর সার্ভিস নিয়ে আমি পুরোপুরি সন্তুষ্ট। এই বাজেটের একটি কিবোর্ড হিসেবে এটি যথেষ্ট ভাল সাপোর্ট দিয়েছে। বর্তমানে এটি amazon এ 30$ এ পাওয়া যায়। তবে ওজন বেশি হওয়ায় এর শিপিং কস্ট বেশি আর যেহেতু দেশে এখন কম বাজেটে কিছু ভাল ম্যাকানিক্যাল কিবোর্ড আছে তাই এর চিন্তা বাদ দিয়ে সেগুলো কিনাই ভাল।
তাহলে আজ এ পর্যন্তই। এইরকম ভাল ভাল রিভিউ পেতে হলে অবশ্যই আমাদের পেইজে লাইক দিতে ভুলবেন না।
No comments