Top gaming mouses in Budget
কেমন আছেন বন্ধুরা? আমাদের মাউস বায়িং গাইডটি আজ পর্যন্ত আপনাদের মাঝে অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে। কিন্তু বাজেট অনুযায়ী কোন মাউসটা ভাল সেটা সেখানে সাজেস্ট করা হয়নি। তাই আজ আমরা বাজেট রেঞ্জে কোন কোন মাউসগুলো ভাল সেব্যাপারে আলোচনা করব। তবে প্রথমে দুটি কথা বলে রাখা ভাল সব মাউস সবার কাছে ভাল নাও লাগতে পারে। এটা গ্রাফিক্স কার্ড না যে আপনি বেশি টাকা দিয়ে নতুন মডেল কিংবা high end মডেলের মাউস কিনলেই তাতে আগের মাউস কিংবা লো বাজেটের মাউস থেকে বেশি পারফর্মেন্স পাবেন।
1: Corsair harpoon:
তালিকার প্রথমে থাকা মাউসটি হল বর্তমানে কম বাজেটে সবচেয়ে ভাল মাউস। মাউসটি দেখতে প্রিমিয়াম লাগলেও বাজেট মাউস হিসেবে এতে কিছু ফিচার্স কাটছাঁট করা হয়েছে।
2: logitech g102:
তালিকার এই মাউসটি আমার খুবই প্রীয় একটি মাউস। এই মাউসটির সেন্সর যেমন ভাল তেমন এর গ্রীপও অসাধারণ। মূলত claw griper mouse হলেও এটি সব ধরনের গ্রীপের মানুষজনই ভালভাবে ব্যবহার করতে পারবে। fps খেলার জন্য এই মাউসটি খুবই আদর্শ একটি মাউস। এর বিস্তারিত জানতে পড়ে ফেলতে পারুন আমাদের রিভিউটি। তবে এর কুখ্যাত dual click issue এর জন্য এখন অনেকেই এই বাজেটে অন্য মাউস খুঁজছেন। এখন যেহেতু দুবছরের ওয়ারেন্টি পাওয়া যাচ্ছে তাই যাদের বাজেট কিনা ২ হাজারের আশেপাশে তাঁরা এখনো এই মাউসটি দেখতে পারেন। দুই বছর যেহেতু চালাতে পারবেন সেক্ষেত্রে মাউসটি কিনা আমাদের মতে যুক্তিযুত। তবে আপনি চাইলে অন্য মাউসগুলোও দেখতে পারেন কিন্তু তাদের গ্রীপ এই মাউসের মত এত ভাল হবে না।
3: logitech g302:
তালিকায় তিন নম্বর স্থানের মাউসটি বর্তমানে আমার গেমিং এর go to mouse. এই মাউসটি logitech g102 এর বিল্ড কোয়ালিটি এর সমস্যাটার কিছুটা সমাধান করে কেননা এর বাটনগুলো হল logitech g402 এর মতন এবং সেন্সরও এক। তাই গেমিং এর জন্য এই মাউসটিও খুবই ভাল। আর এর বিস্তারিত জানতেও আমাদের মাউসটির রিভিউটি পড়তে ভুলবেন না। তবে এর গ্রীপ g102 এর মতন এত আরামদায়ক না। আমাদের পরামর্শ থাকবে কিনার আগে এর অদ্ভুত গ্রীপ দিয়ে একবার গেম খেলে দেখতে ভুলবেন না এই মাউসটি আপনার সাথে খাপ খাওয়ানো যায় কিনা। এককালে shroud ও এই মাউসটি ব্যবহার করত ত বুঝতেই পারছেন এটি পারফর্মেন্সের দিকথেকে অনেকটাই টপ লেভেলের।
4: gigabyte xm300:
সাধারণত ৩ হাজারের আশেপাশের ভাল সব মাউসগুলোই claw griper দের জন্য আর এই অমাবস্যার চাঁদ xm300 হল এই রেঞ্জে অন্যতম সেরা একটি plam griper mouse. তবে বর্তমানে খুব বেশি দোকানে এই মাউসটি পাবেন না। এই মাউসের রিভিউও আমরা করেছি তাই বিস্তারিত জানতে সেটি পড়ে ফেলুন। আর এর বিল্ড কোয়ালিটি মোটামুটি আশাকরি g102 এর মত এর অবস্থা হবে না।
5: Cougar revenger S:
6: logitech g502:
নেট ব্রাউজিং ও সাধারণ ব্যবহারের জন্য আমার ব্যবহার করা আজ পর্যন্ত সবচেয়ে প্রীয় মাউস হল logitech g502. বর্তমানে এর অনেকগুলো ভার্শন রয়েছে। নতুন ভার্শনটি গেমিং এর জন্য আগের ভার্শনগুলো থেকে ভাল। এই মাউসটির গ্রীপ খুবই চমৎকার। এটি সব ধরনের গ্রীপের মানুষের জন্যই আরামদায়ক। যারা মোটামুটি গেমিং ও অন্যান্য কাজের জন্য প্রিমিয়াম কোয়ালিটির একটি মাউস খুঁজছেন আমার মতে তাদের এই মাউসটি দেখা উচিত।
7: logitech g403;
আবারো আমাদের এই তালিকায় logitech এর আরেকটি মাউস। আসলে সব বাজেটেই লজিটেক চমৎকার মাউস রেখেছে তাই তাদের সাজেস্ট না করে উপায় নেই। fps gaming এর জন্য এটি বর্তমানে অন্যতম সেরা একটি মাউস। সব প্রিমিয়াম ফিচার্সই এতে পাবেন আর সেসাথে থাকছে সেরা সেন্সর। এর গ্রীপ মূলত plam griper দের জন্য হলেও এটি claw griper রাও ভালভাবেই ব্যবহার করতে পারবেন।
8: razer DA:
গেমিং মাউসের লিস্ট করা হচ্ছে আর সেখানে razer থাকবে না এটি প্রায় অসম্ভব ব্যাপার। razer DA পুরো বিশ্বে palm griperদের সবচেয়ে জনপ্রিয় মাউস বলাটা মনে হয় ভুল হবে না। এই গ্রীপটি আজকাল অনেক কোম্পানিই নকল করেছে। তবে মাউসটির বিল্ড কোয়ালিটি আমার কাছে ভাল লাগেনি। এর left/right click খুবই সফট। এটি খেলতে গেলে অনেকের কাছেই ভাল লাগবে কিন্তু এই বাটনগুলো হালকা ছোয়াতেই ক্লিক রেজিস্টার করে ফেলে। আর claw griper দের এই মাউসটি খুব একটা কম্ফোর্টেবল নয়।
9: zowie fk1/fk2:
10: zowie ec2a/ ec2b
1: Corsair harpoon:
তালিকার প্রথমে থাকা মাউসটি হল বর্তমানে কম বাজেটে সবচেয়ে ভাল মাউস। মাউসটি দেখতে প্রিমিয়াম লাগলেও বাজেট মাউস হিসেবে এতে কিছু ফিচার্স কাটছাঁট করা হয়েছে।
2: logitech g102:
তালিকার এই মাউসটি আমার খুবই প্রীয় একটি মাউস। এই মাউসটির সেন্সর যেমন ভাল তেমন এর গ্রীপও অসাধারণ। মূলত claw griper mouse হলেও এটি সব ধরনের গ্রীপের মানুষজনই ভালভাবে ব্যবহার করতে পারবে। fps খেলার জন্য এই মাউসটি খুবই আদর্শ একটি মাউস। এর বিস্তারিত জানতে পড়ে ফেলতে পারুন আমাদের রিভিউটি। তবে এর কুখ্যাত dual click issue এর জন্য এখন অনেকেই এই বাজেটে অন্য মাউস খুঁজছেন। এখন যেহেতু দুবছরের ওয়ারেন্টি পাওয়া যাচ্ছে তাই যাদের বাজেট কিনা ২ হাজারের আশেপাশে তাঁরা এখনো এই মাউসটি দেখতে পারেন। দুই বছর যেহেতু চালাতে পারবেন সেক্ষেত্রে মাউসটি কিনা আমাদের মতে যুক্তিযুত। তবে আপনি চাইলে অন্য মাউসগুলোও দেখতে পারেন কিন্তু তাদের গ্রীপ এই মাউসের মত এত ভাল হবে না।
3: logitech g302:
তালিকায় তিন নম্বর স্থানের মাউসটি বর্তমানে আমার গেমিং এর go to mouse. এই মাউসটি logitech g102 এর বিল্ড কোয়ালিটি এর সমস্যাটার কিছুটা সমাধান করে কেননা এর বাটনগুলো হল logitech g402 এর মতন এবং সেন্সরও এক। তাই গেমিং এর জন্য এই মাউসটিও খুবই ভাল। আর এর বিস্তারিত জানতেও আমাদের মাউসটির রিভিউটি পড়তে ভুলবেন না। তবে এর গ্রীপ g102 এর মতন এত আরামদায়ক না। আমাদের পরামর্শ থাকবে কিনার আগে এর অদ্ভুত গ্রীপ দিয়ে একবার গেম খেলে দেখতে ভুলবেন না এই মাউসটি আপনার সাথে খাপ খাওয়ানো যায় কিনা। এককালে shroud ও এই মাউসটি ব্যবহার করত ত বুঝতেই পারছেন এটি পারফর্মেন্সের দিকথেকে অনেকটাই টপ লেভেলের।
4: gigabyte xm300:
সাধারণত ৩ হাজারের আশেপাশের ভাল সব মাউসগুলোই claw griper দের জন্য আর এই অমাবস্যার চাঁদ xm300 হল এই রেঞ্জে অন্যতম সেরা একটি plam griper mouse. তবে বর্তমানে খুব বেশি দোকানে এই মাউসটি পাবেন না। এই মাউসের রিভিউও আমরা করেছি তাই বিস্তারিত জানতে সেটি পড়ে ফেলুন। আর এর বিল্ড কোয়ালিটি মোটামুটি আশাকরি g102 এর মত এর অবস্থা হবে না।
5: Cougar revenger S:
6: logitech g502:
নেট ব্রাউজিং ও সাধারণ ব্যবহারের জন্য আমার ব্যবহার করা আজ পর্যন্ত সবচেয়ে প্রীয় মাউস হল logitech g502. বর্তমানে এর অনেকগুলো ভার্শন রয়েছে। নতুন ভার্শনটি গেমিং এর জন্য আগের ভার্শনগুলো থেকে ভাল। এই মাউসটির গ্রীপ খুবই চমৎকার। এটি সব ধরনের গ্রীপের মানুষের জন্যই আরামদায়ক। যারা মোটামুটি গেমিং ও অন্যান্য কাজের জন্য প্রিমিয়াম কোয়ালিটির একটি মাউস খুঁজছেন আমার মতে তাদের এই মাউসটি দেখা উচিত।
7: logitech g403;
আবারো আমাদের এই তালিকায় logitech এর আরেকটি মাউস। আসলে সব বাজেটেই লজিটেক চমৎকার মাউস রেখেছে তাই তাদের সাজেস্ট না করে উপায় নেই। fps gaming এর জন্য এটি বর্তমানে অন্যতম সেরা একটি মাউস। সব প্রিমিয়াম ফিচার্সই এতে পাবেন আর সেসাথে থাকছে সেরা সেন্সর। এর গ্রীপ মূলত plam griper দের জন্য হলেও এটি claw griper রাও ভালভাবেই ব্যবহার করতে পারবেন।
8: razer DA:
গেমিং মাউসের লিস্ট করা হচ্ছে আর সেখানে razer থাকবে না এটি প্রায় অসম্ভব ব্যাপার। razer DA পুরো বিশ্বে palm griperদের সবচেয়ে জনপ্রিয় মাউস বলাটা মনে হয় ভুল হবে না। এই গ্রীপটি আজকাল অনেক কোম্পানিই নকল করেছে। তবে মাউসটির বিল্ড কোয়ালিটি আমার কাছে ভাল লাগেনি। এর left/right click খুবই সফট। এটি খেলতে গেলে অনেকের কাছেই ভাল লাগবে কিন্তু এই বাটনগুলো হালকা ছোয়াতেই ক্লিক রেজিস্টার করে ফেলে। আর claw griper দের এই মাউসটি খুব একটা কম্ফোর্টেবল নয়।
9: zowie fk1/fk2:
10: zowie ec2a/ ec2b
No comments