Header Ads

Header ADS

logitech g302

মাউস কিনার ক্ষেত্রে আমাদের দেশের অধিকাংশ গেমারদের বাজেটই এখন প্রায় ২ হাজারের আশেপাশে থাকে। আর এই বাজেটে logitech g102 তার অসাধারণ পারফর্মেন্স দিয়ে সবার নজর কেড়ে নিয়েছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হল বেশিভাগ ক্ষেত্রেই এই মাউস ৭-৮ মাস চলার পর double click issue শুরু করে। তাই অনেকেই এখন g102 ছাড়া এই বাজেটে ভাল কিছু মাউস খুজছেন। আমরাও ঠিক একই ভাবে চিন্তা করে আজকে রিভিউ করছি এই বাজেটের অন্যতম প্রতিদন্দী logitech g302 যা কিনা এককালে shroud ব্যবহার করত। তাহলে বুঝতেই পারছেন এই মাউসটিও পারফর্মেন্সের ক্ষেত্রে যথেষ্ট ভাল। তাহলে আর দেরী না করে চলুন এর খুটিনাটি ব্যাপারগুলো দেখে নেয়া যাক।

Outlook
Diamond shape এর এই মাউসটি দেখা মাত্রই একটা প্রিমিয়াম মাউসের মতন ফিল আসে। এর পিছনের দিকে একটি g logo ও পাশে honey comb style এ কিছু ডিজাইন রয়েছে যাতে blue led দেয়া। আর সব মাউসের মতন এর led শুধু মাউসের গায়েই নয় বরং মাউসপ্যাডেও এর led খুব সুন্দর একটি ইফেক্ট ফেলে যা দেখে মনে হয় মাউসটির যেন ডানা গজিয়েছে। তবে এতে rgb নেই rgb চাইলে g303 নেয়া লাগবে যা প্রায় এর মতই কিন্তু বর্তমানে আমাদের দেশে g303 নেই।

Shape:
মাউসটি দেখতে ডায়মন্ড শেপের তাই দেখতে ভাল লাগলেও কার্যত এই শেইপ হাতে ভালভাবে খাপ খায় না। এতে মাউসটি একেবারে ব্যবহার অনুপযোগী হয় সেরকম না কিন্তু এটি দীর্ঘক্ষন ব্যবহার করতে অসুবিধা হয়। এছাড়াও উপরের অংশটুকু একেবারে মসূণ না তাই হাতের সাথে মাউসটি একটু খসখসে লাগতে পারে।

মাউসটির শেইপ কিছুটা অদ্ভুত হওয়া সত্ত্বেও claw griper দের এই মাউসটি পছন্দ হওয়ার কথা। এর সামনের দিক ঢালু আর পিছনের দিকটা উচু। দুপাশ সংকুচিত হলেও মাঝে গ্রিপ করার জায়গাটি দুই আংগুল দিয়ে চাপ দিয়ে মাউস চালানোর জন্য যথেষ্ট চওড়া। মাউসটি ছোট সাইজের হওয়ায় মাঝারি কিংবা ছোট সাইজের হাতে এটি ভালই মানাবে। এর দৈর্ঘ্য 115 mm, প্রস্থ  65 mm ,উচ্চতা  37 mm যা সাধারণ মাউসের সাইজের চেয়ে কিছুটা ছোট। সর্বশেষ এটি অনেক পাতলা মাউস যার ওজন মাত্র 87gm যেখানে fps games এর জন্য 100gm এর কাছাকাছি কে আদর্শ ধরা হয়। হালকা আর কিছুটা ছোট হওয়ার জন্য এটি দিয়ে aim করা অনেকটা সহজ কারন ছোট মাউসে ভাল টার্গেট করা যায় আর বড় মাউস এ আরাম বেশি কিন্তু টার্গেট করার নির্ভুলতা কমে যায়। এই মাউসের একটি বিশেষ সুবিধা হল এর শেইপ আর বাটনের জন্য মাউসটি অনেক দ্রুত কাজ করতে পারে। ফলে আপনার পক্ষে তাড়াতাড়ি enemy kill করা সম্ভব অবশ্য এর জন্য আপনার হাতের নিশানাও ভাল হওয়া প্রয়োজন।

Buttons:

এতে আছে মোট ৬ টি বাটন যার মধ্যে সাইডের বাটনগুলা back and forward এর জন্য আর মাঝখানেরটি dpi switch এর জন্য দেওয়া হয়েছে তবে আপনি চাইলে এগুলা পরিবর্ত্ন করে নিতে পারেন। আর left and right click গুলা mechanical switch ব্যবহার করা হয়েছে যেগুলো খুব ভাল feedback দেয়। এই একই বাটন তাঁরা g402 ও g502 এও ব্যবহার করেছে তাই g102 এর মত এই মাউসে এত কম সময়ে double click issue হওয়ার সম্ভাবনা নেই। আর বাজেট মাউস হলেও এর সবগুলো বাটনই প্রিমিয়াম লেভেলের। স্ক্রল হুইলটিও g402 এর মত যা ব্রাউজিং করার জন্য ভাল হলেও গেমিং এ অস্ত্র বদলের সময় সমস্যা করতে পারে। সাইড বাটনগুলোও যথেষ্ট clicky কিন্তু এগুলো আংগুল থেকে একটু উচুতে রয়েছে যা নিয়মিত ব্যবহারের জন্য কিছুদিন অভ্যাস করা লাগবে।

Buid Quality:

মাউসটি মূলত শক্ত প্লাস্টিকের তৈরী। এর উপরের দিকে logitech g402/502 এর মতন স্মুথ প্লাস্টিকের আবরণ দেয়া হয়েছে। নিচের রাবার ফিটগুলোও ঠিক এর বড় ভাই গুলোর মতন। আর দুই পাশে led এর সামনের অংশটিতে গ্রিপ করার জন্য একটু ভিন্ন ধরনের প্লাস্টিকের আবরণ ব্যবহার করা হয়েছে ফলে মাউসটি গ্রিপ করতে কোন সমস্যা হয় না। আর এর বাটনগুলো ম্যাকানিক্যাল হওয়ায় এগুলোর লাইফস্প্যান অনেকটাই বেশি। তবে এর স্ক্রল হুইলটি তেমন একটা ভাল লাগেনি। ওভারঅল বিল্ড কোয়ালিটি দেখে এটি অন্তত দু বছর চলে যাবে বলে আমাদের মনে হয়েছে।

Software:

অন্যান্য সব Logitech g series এর মত এর সাথেও রয়েছে Logitech এর gaming software যার সাহাযে এর বাটনগুলো আপনি নিজের ইচ্ছামত প্রোগ্রাম করতে পারবেন। সাথে 200-4000 পর্যন্ত dpi setting করতে পারবেন। এছাড়া পোলিং রেট চেঞ্জ করার অপশনও পেয়ে যাবেন। মাউসটির led control করার জন্য আলাদা একটি ট্যাব থাকলেও breathing mode বাদে অন্য কোন ইফেক্ট নেই এতে।

Sensor:

এতে ব্যবহার করা হয়েছে 3366 sensor যেটি মাউসের মধ্যে অন্যতম সেরা একটি সেন্সর। এ সেন্সর দিয়ে আপনি pixel to pixel track করতে পারবেন যাতে কোন pixel skip হওয়ার সম্ভাবনা নেই। এটি 180, 360 degree এর মত মুভমেন্ট ও অনায়েশে করতে পারবেন এবং মাউস এদিক সেদিক ঘুরে যাবে না। তবে এর lift off distance 2 dvd এর মত যেটি আমার কাছে একটু বেশি লেগেছে। যারা উচু টেবিলে মাউস রেখে গেম খেলে তাদের ক্ষেত্রেও এটি কিছুটা ঝামেলা করতে পারে তবে সেন্সর ভাল হওয়ায় এটি আসলে খুবই ছোট একটি সমস্যা লাগে। যেখানে আমার fantech এর মাউসগুলো অনেক সমস্যা করে। এতে কোন acceleration নেই এতে শুটিং এ কোন সমস্যা হবে না। সব মিলিয়ে বলা যায় মাউসটি high accuracy and precision এর একটি মাউস। 

Final Words

দুই হাজারের আশেপাশে বাজারে মাউসের কোন অভাব নেই। তবে এই বাজেটে logitech g102, corsair harpoon, logitech g302, cougar minos x3 এই চারটি মাউস হল সত্যিকার গেমিং মাউস। এর মধ্যে গেমিং পারফর্মেন্সের কথা বিচার করলে logitech g102 কেই সবগুলো থেকে এগিয়ে রাখতে হবে কিন্তু মাউসটির বিল্ড কোয়ালিটির জন্য এর পরিবর্তে চাইলে বাকি তিনটি মাউস কিনতে পারেন। যদি আপনি একজন claw griper হন সেক্ষেত্রে logitech g302 আপনার জন্য খুবই ভাল একটি অপশন। aim ভাল থাকলে এই মাউসটি দিয়ে খুবই ভাল খেলতে পারবেন আর অনেক দ্রুত এই মাউসটি মুভ করা যায়। আর এর বিল্ড কোয়ালিটিও ভাল। মাউসটি ২৫০০টাকা বা এর আশেপাশেই আপনি পেয়ে যাবেন।
তাহলে আজ এ পর্যন্তই পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য সবাইকে ধন্যবাদ :) আর পোস্টটি ভাল লেগে থাকলে আমাদের পেইজে অবশ্যই লাইক দিতে ভুলবেন না।

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.