1st player black sir MA1
কেমন আছেন সবাই? আজ লিখতে বসলাম একটি নতুন কেস নিয়ে যা আমার মতে বর্তমানে বাজেট অনুযায়ী দেশের সবচেয়ে ভাল কেসিং । কেসটির দাম কম কিন্তু ফিচারের দিক থেকে এতে ৫-৬ হাজারের নতুন কেসগুলোর সাথে অনেকটাই মিল রয়েছে। একটি কম জনপ্রীয় ব্রান্ডের থেকে এত আধুনিক ফিচার সংযুক্ত কেস আসলে অভাবনীয়। কেসটি বর্ত্মানের আর সব বাজেট কেসকেই টেক্কা দিতে সক্ষম । 1st player Black SIR MA-1 (price: 3.5k) কেসটি একবার দেখলে আপনার বর্তমান বাজারে এই দামে এই কেস পাওয়াটা আসলে বিষ্ময়কর বলেই মনে হবে । এবার এর বিস্তারিত আলোচনায় আসা যাক।
Look:
কমদামি কেসের মত এতে কোন ধরনের উদ্ভট লুক দেওয়া হয়নি। এর সামনের দিকটা দেখতে অনেকটা corsair 760T এর মত। উপরের দিকটা অনেকটা Antec gx1200 এর মতই তবে এর উপরের দিকের সামনের অংশটি কিছুটা ট্রেনের মত আকৃতি দেওয়া হয়েছে যা কেসিংটিকে একটি simple elegant look দিয়েছে। আর এর interior ও বর্ত্মানের ৮-১০ টা কেসের মত open frame design যা কেসে ভাল airflow এর সাথে সকল component সুন্দরভাবে প্রদর্শন করার সুযোগ দেয়।
Cooling Option:
কেসটিতে সামনে ও উপরে ২টি 120mm ও পিছনে একটি 120mm fan লাগানোর জায়গা রয়েছে আর সেই সাথে কেসটিতে পর্যাপ্ত বাতাস প্রবাহের জন্য সামনের ও উপরের অংশে mesh plastic এর ব্যবহার করা হয়েছে। এরসাথে কেসটিতে দেয়া হয়েছে open frame design তাই temperature নিয়ে চিন্তা করার কিছুই নেই। আর শুধু ফ্যান লাগানোর অপশনই নয় এই কেসে উপরের দিকে ফাকা থাকার জন্য এতে সহজেই পিছনে কিংবা সামনে 120mm alo লাগাতে পারবেন। এমনকি কেসটির সামনের দিকে 240mm alo লাগানোও সম্ভব যা এই বাজেট কিংবা এর আশেপাশের কেস থেকে কল্পনাও করা যায় না। AIr cooler ব্যবহারকারীদের জন্যও কেসটি খারাপ নয়। যেকোন 160mm size এর কুলার আর সবচেয়ে জনপ্রিয় কুলার hyper 212x এতে সহজেই আটবে। তাই কুলিং এর দিক থেকে কেসটিকে ১০ এ ১০ ই দেয়া লাগবে।
Storage option:
কেসটিতে ২টি 3.5 inch hdd ও ২টি 2.5 inch ssd/hdd এর ব্যবস্থা রয়েছে। সেই সাথে একটি dvd drive লাগানোরও ব্যবস্থা করা আছে। আর আধুনিক কেসের মত এর hdd try টি psu cover এর মধ্যে লাগানো আর ssd মাউন্টিং অপশনটি রয়েছে মাদারবোর্দের ঠিক পাশেই।
Side window:
এখন কেসের একটি আকর্ষণীয় দিক সম্পর্কে কথা বলা যাক আর তা হল বাম দিকে এটি একটি এক্রাইলিক উইন্ডো রয়েছে যা কেসের ভিতরের সব component display করার জন্য যথেষ্ট বড়। তবে বাকি বাজেট কেসের মতও এটিতে সহজেই স্ক্রেচ পড়তে পারে তাই বিল্ড করার সময় একে একটু যন্ত সহকারেই রাখা উচিত।
এটি itx, m-atx, ATX mobo সমর্থন করে এবং যেকোনো 3 টি ফ্যানের জিপিউও এতে সহজেই লাগানো সম্ভব। আর এর interior এর সাথে Antec gx1200 এর অনেকটাই মিল।
Cable management:
কম বাজেটে এত ভাল ক্যাবল মেনেজমেন্ট অন্য কোন কেস থেকে আশাও করা সম্ভব নয়। psu cover এর জন্য এতে non modular psu দিয়েই সুন্দর ক্যাবল মেনেজমেন্ট করা সম্ভব। কেসের চারদিকেই ক্যাবল ঢুকানোর জন্য পর্যাপ্ত হোল রয়েছে। পিছনের দিকে ক্যাবল নেয়ার জন্য জায়গা কিছুটা কম কিন্তু psu cover এর জন্য নিচের অধিকাংশ ক্যাবল রাখা সম্ভব। আর ক্যাবল মেনেজমেন্ট এর সাথে সাথে এর উপরে একটি magnetic dust filter দেয়া আছে যা এর দিগুন দামের অনেক কেসেও দেখা যায় না। এই dust filter এর জন্য কেসটিতে ধুলো জমার সম্ভাবনা অনেকটাই কম।
Build Quality:
আর সব বাজেট কেসের মত এর বিল্ড কোয়ালিটিও একই রকম। কিন্তু বর্তমানে এর দিগুন দামেও অনেক বাজেট কেসে প্রায় একই ধরনের বিল্ড কোয়ালিটি দেয়া হচ্ছে আর এ নিয়ে কারো মধ্যে কোন বিরোপ প্রতিক্রিয়া দেখিনি। সেক্ষেত্রে এই কেসটি অন্যান্য কেসের মত জনপ্রিয়তা পেতে বাধা পাবে বলে মনে হয় না। আর কেস নিয়ে বেশি নাড়াচড়া না করলে এই বিল্ড কোয়ালিটি নিয়ে চিন্তা করার তেমন কিছুই নেই।
Overview:
শুধুমাত্র বিল্ড কোয়ালিটি আর পিছনের দিকের non re-usable expension slot ছাড়া কেসটি নিয়ে সমালোচনা করার মত আর কিছুই নেই। Psu cover, open frame design case, magnetic dust filter, excellent airflow system আর 240mm alo support এই কেসটিকে এর বাজেটের থেকেও অনেক বেশিই ফিচার দিচ্ছে। তাই নিসন্দেহে একে বর্তমানে best budget case in bd বলা যায়। শুধুমাত্র unknown brand আর প্রচারনার অভাবে অনেকেই কেসটি সম্পর্কে কিছুই জানে না। যারা ৪০-৭০ হাজার বাজেটে পিসি বিল্ড করছেন তাদের জন্য কেসটি একটি আদর্শ কেস। কেউ এই বাজেটে কেস কিনতে গেলে কিনার আগে অন্তত একবার এই কেসটি দেখার জন্য অনুরোধ করছি।
আজ এ পর্যন্তই থাক।
No comments