Aorus K7 Review
কেমন আছেন বন্ধুরা। গিগাবাইট তাদের AORUS series এ একটি নতুন কিবোর্ড নিয়ে এসেছে যা দিয়ে তারা অন্যান্য নামিদামি ব্রেন্ডের মত গেমিং accessories ও নিজেদের একটি অবস্থান তৈরী করতে চাচ্ছে। আর আজ এই AORUS K7 এর একটি 1st impression নিয়ে লিখব। আর এই কিবোর্ডটি আমাদের চেক করতে দেয়ার জন্য Onix computer কে জানাই অসখ্য ধন্যবাদ। চলুন তাহলে শুরু করা যাক।
Overview
প্রথমেই দেখলাম Arous এর black& orange কালার থিমের সুন্দর একটি প্যাকেজে কিবোর্ডটি রাখা রয়েছে। এর ভিতরের দিকটাও অনেক গর্জিয়াসই ছিল বলা চলে। Unboxing এর সময় কিবোর্ডের সাথে একটি ব্লাক carry bag, key cap puller, some extra keys ও দরকারী use manual ও ছিল।
এবার মূল কিবোর্ডের দিকে আসি। এটি একটি ফুল সাইজ ম্যাকানিকাল কিবোর্ড যাতে
key গুলোয় গেমিং ফরমেটের Alphabet ব্যবহার করা হয়েছে। কিবোর্ডটিতে গান মেটাল কালারের ফিনিশিং দেয়ায় দেখতে খুবই ক্লাসি লাগে। কিবোর্ডের ডানের নিচের দিকে AORUS এবং উপরের AORUS logo এর সৈন্দর্য আরো বহুগুন বাড়িয়ে দেয়। মোটকথা এক দেখাতেই যে কাউকে আকর্ষন করতে সক্ষম।কিবোর্ডের নিচের দিকে wrist pad না তাহলেও ফ্রেমে হাত রাখার মত জায়গা থাকায় লং টাইম গেমিং কিংবা টাইপিংয়ে সমস্যা হবে না। আর এতে খুব সুন্দর rgb effect রয়েছে যা যে কাউকেও মুগ্ধ করবে। আর আজকাল ত মানুষ RGB ছাড়া কিছু বুঝেই না। শুধু RGB না এই কিবোর্ডে RGB fusion থাকায় সহজেই আপনার অন্যান্য fusion supported device এর সাথে sync করে বিল্ডকে পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলতে পারবেন। আর এর লাইটগুলো eliminate হওয়ায় এগুলো চোখে লাগবে না। আবার ভাল ক্যাবল মেনেজমেন্ট এর জন্য এর নিজে ক্যাবল রাউটিং এর অপশনও রয়েছে।
Build Quality
ম্যাকানিক্যাল কিবোর্ড মানেই আমরা বুঝি এমন ভারী যা দিয়ে কিনা Zombie ভর্তা করা যাবে। তবে এই কিবোর্ড aluminium এর বডি আর পিছনের দিকটা প্লাস্টিকের হওয়ায় এটি তেমন ভারী নয়। শুধু তাই নয় ক্যাবলটি removable ও বটে আর সেই সাথে এতে ভাল coating ও দেয়া রয়েছে। যদি আপনি go to keyboard হিসেবে কোন কিবোর্ড ব্যবহার করতে চান এটি আপনাকে নিরাশ করবে না। কিক্যাপ গুলো dual shock + কি এর উপরে অন্যান্য ব্রেন্ডেড কিবোর্ড গুলোর মত একটি রাবারের আবরণ দেয়া আছে এতে কি গুলো ভাল টিকবে আর সেই সাথে টাইপ করেও মজা পাওয়া যাবে।
Key Type
এবার আশা যাক এই কিবোর্ডের আসল আকর্ষন এর key নিয়ে। এতে সত্যি সত্যি cherry mx red switch use করা হয়েছে। এর প্রতিটি সুইচের গায়েই আপনি তা দেখতে পাবেন। আর red switch হওয়ায় এটি মূলত গেম খেলার জন্যই আদর্শ। তবে যারা টাইপ করতে silent keyboard চান তারাও এটি দেখতে পারেন। এমনিতে আমাদের দেশে মানুষ কিবোর্ড এ টাইপের শব্দ শুনতে বিরক্ত বোধ করে। অনেকে লুকিয়ে গেম খেলতে চাইলে সাইলেন্ট keyছাড়া আর কোন উপায় আছে নাকি :p । আর এই কিবোর্ডে multimedia key ও রয়েছে যা আবার চাইলে আপনি software দিয়ে নিজের মনমত কাস্টমাইজ করে নিতে পারেন।
Final Words
যেহেতু এটি একটি 1st impression তাই আজ এটুকুই। প্রথম দেখাতেই কিবোর্ডটি আমাকে impress করতে সক্ষম হয়েছে। এখন কথা হল যদি around 7k এ rgb mechanical keyboard পাওয়া যায় তাহলে একটু দাম বাড়িয়ে এটি কিনে লাভ কি। কিন্তু বাজেট ম্যাকানিক্যাল কিবোর্ড গুলোয় নিজেদের সুইচ ব্যবহার করায় তাদের মধ্যে anti- ghosting এর সমস্যা রয়েছে। যার জন্য গেমে কিংবা টাইপিং এ ঝামেলায় পড়তে পারেন। তাই real cherry switch নিয়ে নিশ্চিত থাকাই বুদ্ধিমানের কাজ।
No comments