MSI RTX 2060 Gaming Z
কেমন আছেন বন্ধুরা । অনেকদিন পর আপনাদের সামনে হাজির হলাম জিপিউ রিভিউ নিয়ে। আসলে একটি জিপিউ ভালভাবে রিভিউ করাটা অনেক সময় সাপেক্ষ একটি ব্যাপার তাই আমাদের অনেকটা সময় লেগে গেছে। তবে আমরা যথাসাধ্য একটি লেজিট রিভিউ দেয়ার চেস্টা করেছি। আজ টাইটেল দেখেই বুঝতে পারছেন আমরা আজ রিভিউ করছি অত্যন্ত সুন্দর ও পাওয়ারফুল একটি জিপিউ MSI RTX 2060 gaming z যার বাজারমূল্য হল 41,000 টাকা। তাহলে চলুন আর দেরী না করে জিপিউতে কি কি আছে আর এটা কিনা কতটা যুক্তিযুত সেব্যাপারে আলোচনা করা যাক।
Outlook:
এবার msi এর মাথায় কিছুটা শুভবুদ্ধি হয়েছে তাই তাঁরা তাদের মান্দাত আমলের Black Red theme থেকে বের হয়ে এখন neutral color theme Black ও Silver ব্যবহার করেছে তাদের gaming z series এ। এরফলে RGB effect গুলো এখন আর দেখতে বাজে লাগে না।
প্রথমেই আসি এর উপরের সিলভার কালারের ব্রেকপ্লেট নিয়ে। এখানে msi logo এর সাথেসাথে আছে msi এর বিখ্যাত ড্রাগন লগো তবে এগুলো সবই কাল রং করা। আমার কাছে মনে হয়েছে এখানে তাঁরা চাইলেই 4th gen মাদারবোর্ডগুলোর মত ক্রোম কালার করতে পারত যেটি আমার দেখা তাদের সবচেয়ে সুন্দর লগো। আর গরম বাতাস যাতে pcb থেকে বের হতে পারে তাই এখানে কিছু ভেন্টিলেশনের ব্যবস্থাও করা আছে। এর পাশেরদিকে আছে আরেকটি msi logo যাতে rgb light দেয়া আছে। আর এর পাশেই লিখা GEFORCE RTX :)
এর সবচেয়ে সুন্দর দিক হল এর নীচের দিকটি। রেফারেন্স কার্ডের মত এর ফ্যানগুলোর পাশে একটি প্লাস্টিকের লেয়ার আছে তবে এতে খুব সুন্দর Hexagonal Design করা আছে যেটি দেখতে মোটেই চুলার মত না :p এর পাশদিয়েই আছে RGB led যা mystic light নামে পরিচিত। এগুলো msi mystic light software দিয়ে কন্ট্রল করা যায়। এসব মিলিয়ে গ্রাফিক্স কার্ডটি যে কারোই মন কেড়ে নিতে পারে।
SPECS:
এতে চিপ হিসেবে ব্যবহার করা হয়েছে 200A-KA-A1 যেটি হল overclockable RTX 2060। এছাড়া কিছুটা overclocked ভার্শন এটি যার পাওয়ার রিকোয়ারমেন্ট একটু বেশি।
Cooling:
জিপিউটি ঠান্ডা রাখার জন্য এতে ব্যবহার করা হয়েছে ২ টি 90mm ফ্যানের। এই ফ্যানগুলোকে torx fan 3.0 বলা হয়। সাধারণ ফ্যান থেকে এর পাখার সংখ্যা বেশি আর এগুলো কিছুটা চ্যাপ্টা আর বাঁকানো। msi দাবি করে এই ডিজাইনের ফলে তাদের ফ্যানগুলো বেশি ও কার্যকর airflow দিতে সক্ষম। আরো আছে চারটি অ্যালুমিনিয়াম কম্পোজিট হিট পাইপ যা সরাসরি জিপিউর কোরের সংস্পর্শে আছে। আর গ্রাফিক্স কার্ডটিতে vram কুলিং কে অবহেলা করা হয়নি। vram এর উপরে পর্যাপ্ত থার্মাল প্যাড ব্যবহার করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় কার্ডটির উপরে স্ক্র এ স্টিকার লাগানো থাকায় এটি খুলে ছবি তুলে দেখানো আমাদের পক্ষে সম্ভব হয়নি।
সব মিলিয়ে কুলিং অনেকটাই ভাল। সত্যি বলতে তাদের এই দুই ফ্যান অনেক ব্রান্ডের তিন ফ্যানের কার্ড থেকেও বেশি ঠান্ডা থাকে।
Temp&Noise:
Benchmarks:
আমাদের বেঞ্চমার্ক সেটাপটির স্পেক নিচে দেয়া হল। RTX 2060 এর জন্য এটি সবচেয়ে best possible scenario নয় তবে মোটামুটি bottleneck ছাড়া RTX 2060 চালাতে মিনিমাম 8th gen i5 কিংবা older gen i7 লাগবে।
আমরা ১২টি গেমের বেঞ্চমার্ক করেছি আর সেগুলো সাথে গেমের সেটিংস এই ভিডিওতে দেয়া হল। বেঞ্চমার্কের জন্য আমরা যেসব গেমে ingame benchmark tools রয়েছে সেসব গেমে ingame bench tools ব্যবহার করা হয়েছে। বাদবাকি গেমে আমরা প্রথম স্টেজগুলোর উপরেই মূলত বেঞ্চমার্ক করেছি।
আমরা ১২টি গেমের বেঞ্চমার্ক করেছি আর সেগুলো সাথে গেমের সেটিংস এই ভিডিওতে দেয়া হল। বেঞ্চমার্কের জন্য আমরা যেসব গেমে ingame benchmark tools রয়েছে সেসব গেমে ingame bench tools ব্যবহার করা হয়েছে। বাদবাকি গেমে আমরা প্রথম স্টেজগুলোর উপরেই মূলত বেঞ্চমার্ক করেছি।
Graphics Target:
1080p গেমিং এর জন্য এটি একটি অতি অসাধারণ জিপিউ। অধিকাংশ টাইটেলে max settings দিয়ে আমরা 60fps থেকে অনেকটাই বেশি পেয়েছি। আর বেশিভাগ esports game গুলোয় এটি দিয়ে সেটিং প্রায় কোন কিছু না কমিয়ে 144fps পাওয়া গেছে। তাই যারা 144hz gaming করতে ইচ্ছুক কিংবা কম্পিটেটিভ গেমিং এ 144hz gaming করা লাগে তাদের জন্য বর্তমানে বাজেট অনুযায়ী এই জিপিউটি অসাধারণ পারফর্মার। অবশ্য এটি সব RTX 2060 এর ক্ষেত্রে প্রযোজ্য। এছাড়া এটি দিয়ে 2k gaming উপভোগ করাও সম্ভব। এই কার্ডটি অধিকাংশ গেমারদের চাহিদাই পূরন করতে সক্ষম।
Future Proof:
গেমিং এ ফিউচারপ্রুফ ব্যাপারটা একেবারে সাদামাটা নয়। কেননা কখন গেমিং ইন্ড্রাস্ট্রিতে কি ঘটে যায় সেটি ঠিক করে বলা যায় না। তবে যেহেতু এটি একটি Mid লেভেলের কার্ড যার সাথে High End কার্ডের পার্থক্য অনেকটাই কম তাই এটি দিয়ে 1080p Ultra-High settings এ বেশ কয়েকবছরই ভালমতন গেম খেলা সম্ভব। আর RTX ফিচার্স থাকায় সামনে RTX title game গুলোও সহজেই খেলা যাবে। যেহেতু RTX game এ implement করা খুব একটি কঠিন কোন ব্যাপার না তাই সামনে অধিকাংশ গেমেই আমরা RTX এর দেখা পাব। সুতরাং বেশ কয়েকবছর আরামসে গেমিং করতে চাইলেও RTX 2060 আপনার জন্য খুবই ভাল একটি চয়েজ হবে।
Overclocking:
কার্ডটির ওভারক্লকিং নিয়ে আমরা সামনে আরেকটি পোস্টে বিস্তারিত আলোচনা করব। এমনিতে শুধু temperature limit 87 ও voltage limit 111 করে দেয়ার পর আমরা গেমে 1980 পর্যন্ত বুস্ট ক্লক পেয়েছি যেটি কিনা এর গায়ের বুস্ট ক্লক থেকে অনেকটাই বেশি। ওভারক্লক করে একে 2000+Mhz এ স্টেবল করা যেতে পারে যেটা সবার ক্ষেত্রে হয়তবা একই হবে না। এমনিতে এর বুস্ট ক্লক নিয়ে আমরা সন্তুষ্ট ।
Conclusion:
সবাই আজকাল পারফর্মেন্সের সাথে সাথে একটি good looking ও durable গ্রাফিক্স কার্ড চায়। MSI RTX 2060 gaming z তেমনি একটি কার্ড। কিন্তু জিনিশ যেটা ভাল দাম তার একটু বেশি হবেই আর তাই এর দামটা একটু বেশিই। যারা কিনা বাজেট পিসি বিল্ড করছেন তাঁরা চাইলে এর পরিবর্তে কমেও ভাল RTX 2060 পেতে পারেন। কিন্তু যারা সবদিক থেকে ভালমানের একটি জিপিউ নিতে চান তাঁরা এই কার্ডটি অবশ্যই দেখতে পারেন। এটি ASUS এর মতন overpriced না। অবশ্য আমরা বাকি MSi gaming z series এর ক্ষেত্রে একথা বলতে পারছি না কেননা সেগুলোর দাম base মডেলগুলা থেকে ক্ষেত্র বিশেষে দশ হাজারেও বেশি দাম রাখছে যেটা কিনা আমাদের কাছে যুক্তিযুত বলে মনে হয়নি। তাই কিনার আগে আপনার মূল্যবান টাকা অযথা নস্ট হচ্ছে কিনা সেই বিষয়টিও মাথায় রাখবেন।
তাহলে আজ এখানেই শেষ করি। আমাদের থেকে যদি এমন ভাল জিপিউ রিভিউ পেতে চান তাহলে অবশ্যই পেইজে লাইক দিতে ও পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ভালবাসাই আমাদের প্রেরণা দেয়।
No comments