Header Ads

Header ADS

Will Huawei OS be a Game Changer

Google থেকে ব্যান হয়ে Huawei এখন পরিকল্পনা করছে নিজেস্ব একটি অপারেটিং সিস্টেম বাজারে নিয়ে আসার যেটি কিনা Android app supported আর কিছু লিক থেকে শুনা যাচ্ছে এটি ক্ষেত্রবিশেষে Android থেকে ৬০ শতাংশ দ্রুতগামি।

ঝামেলাটা শুরু হয় যখন US সিকিউরেটির কারন দেখিয়ে তাদের দেশের সকল কোম্পানির সাথে Huawei এর লেনদেনে নিষেধাজ্ঞা জারি করার পর থেকেই। যেহেতু Goolge একটি US প্রতিষ্ঠান তাই Goolge এর সাথে  Huawei এর সকল কানেকশন বন্ধ করে দেয়া হবে। বাকি সবার মতন Huawei এতকাল Google এর Android OS ব্যবহার করে আসছিল তাই এখন তাঁরা আর Android OS এর কোন কিছু ব্যবহার করতে পারবে না। ফলে যেসব Huawei device এ এখন Android OS রয়েছে তাঁরা Gmail, Google Map, Play Store, Google play music এই সব সার্ভিস থেকেই বঞ্চিত হবে। এরফলে একদিকে Huawei যেমন ধাক্কা খাচ্ছে তেমনি Google কেও অনেক বড় ক্ষয়ক্ষতির সম্মুখিন হতে হবে।

এই নিষেধাজ্ঞার পর Huawei তাদের নিজেদের Operating system বাজারে আনার পরিকল্পনা করছে যা খুব সম্ভবত এবছরের Fall এর শুরুতেই দেখতে পারি। যদি এই অপারেটিং সিস্টেমের উপর তাঁরা ২০১২ সাল থেকেই কাজ করে আসছিল। এই অপারেটিং সিস্টেমের দুটি নাম নির্ধারণ করা হয়েছে। চায়নায় একে HongMeng OS ও আন্তর্জাতিকভাবে একে Huawei OAK OS নামে ডাকা হবে। এক প্রতিবেদনে বলা হয়েছে এই অপারেটিং সিস্টেম ক্ষেত্রবিশেষে Android OS থেকে ৬০% বেশি দ্রুতসম্পন্ন। এমনকি বর্তমানে শাওমি ও One plus এর মত কোম্পানি গুলোও তাদের সেটে এই অপারেটিং সিস্টেম ব্যবহার করে দেখেছে।

এই অপারেটিং সিস্টেমের ব্যাপারে এখনো অনেক তথ্যই জানা যায়নি। তবে অনেক বছর ধরে এটি গোপনে ডেভেলাপ করা হয়েছে বলে এটি ভাল অপটিমাইজ ও হার্ডওয়্যার ফ্রেন্ডলি একটি অপারেটিং সিস্টেম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে Android এর সকল স্ফটওয়্যার চালানো সম্ভব তাই ডেভেলপারদের শুধু Play store এর পাশাপাশি Huawei store এ একটা স্ফটওয়্যার আপলোড করলেই হবে। এতে করে ব্যবহারকারীরা Android এর অধিকাংশ ফিচার্সই পেতে পারেন।

আজ তাহলে এ পর্যন্তই। আগামিতে এরকম পোস্ট পেতে অবশ্যই আমাদের পেইজে লাইক দিতে ভুলবেন না।

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.