Cyberpunk is coming soon
জনপ্রীয় গেম নির্মাতা প্রতিষ্ঠান Cd project Red এর বহুল আলোচিত গেম Cyberpunk এর এবারের E3 প্রোগ্রামে নতুন ট্রেলার ও রিলিজ ডেট ঘোষনা করা হয়েছে। উপস্থাপনাটি করেছিল হলিউডের বিখ্যাত অভিনেতা Keanu Reeves আর ট্রেলারে আমরা দেখতে পাই যে Cyberpunk গেমটির ভিতরেও আমরা তাকে দেখতে পাব। এধরনের একজন একশন হিরোকে নিয়ে গেম খেলতে পারাটাও খুব আনন্দময় হবে। গেমটি 16 April 2020 তারিখে রিলিজ হতে চলেছে।
Keanu Reeves মঞ্চে এসে গেমটির রিলিজ ডেট ঘোষনা করেন। এমন সময় গেমটি খেলার অভিজ্ঞতা বুঝাতে গিয়ে তিনি বলেন ভবিষ্যতের সেই শহড়ের রাস্তার মধ্য দিয়ে যাওয়াটা হল শ্বাসরুদ্ধকর। তার এই ব্যাক্যটি শুনে হুট করে উপস্থিত দর্শকের একজন বলে উঠল তুমি শ্বাসরুদ্ধকর। এরপর Keanu Reeves বলে উঠল তুমি শ্বাসরুদ্ধকর, তোমরা সবাই শ্বাসরুদ্ধকর। আর মুহুর্তেই পুরো স্টেজ জুড়ে ছড়িয়ে পড়ল উল্লাস ধ্বনি।
গেমটি একসাথে XBOX, PC ও PS4 এ রিলিজ পেতে চলেছে। এখনই আপনি চাইলে স্টিমে এই গেমটি pre-order করে নিতে পারেন আর বেশিভার region এই এর দাম মাত্র 30$ তাই দাম দিক থেকে গেমটি অনেকটাই ভাল অবস্থানে আছে। আর PS4 এর জন্য আপনাকে 60$ খরচ করতে হবে।
Single player এর এই গেমটি মুলত ভবিষ্যতের উপর ভিত্তি করে বানানো যেখানো মানুষের বডি মডিফিকেশন করা একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেখানে আপনাকে একজন অপরাধী হিসেবে খেলা শুরু করতে হবে। Witcher, Dying light এর মত চমকপ্রদ সব গেমের জনক CD Project red এর মতে এটি হতে চলেছে এই শতাব্দীর অন্যতম সেরা গেম। যাদের আগের গেমগুলোই গেমারদের এত প্রীয় তাদের কাছ থেকে গেমারদের আশাটাও সবসময় অনেক বেশি আর আশাকরি সামনে আমরা অভুতপূর্ব সুন্দর একটি গেম পেতে চলেছি। আর বর্তমানে তারা nvidia এর সাথে চুক্তি করেছে যাতে এই গেমে তারা Ray tracing নিয়ে আসতে পারে।
Keanu Reeves মঞ্চে এসে গেমটির রিলিজ ডেট ঘোষনা করেন। এমন সময় গেমটি খেলার অভিজ্ঞতা বুঝাতে গিয়ে তিনি বলেন ভবিষ্যতের সেই শহড়ের রাস্তার মধ্য দিয়ে যাওয়াটা হল শ্বাসরুদ্ধকর। তার এই ব্যাক্যটি শুনে হুট করে উপস্থিত দর্শকের একজন বলে উঠল তুমি শ্বাসরুদ্ধকর। এরপর Keanu Reeves বলে উঠল তুমি শ্বাসরুদ্ধকর, তোমরা সবাই শ্বাসরুদ্ধকর। আর মুহুর্তেই পুরো স্টেজ জুড়ে ছড়িয়ে পড়ল উল্লাস ধ্বনি।
গেমটি একসাথে XBOX, PC ও PS4 এ রিলিজ পেতে চলেছে। এখনই আপনি চাইলে স্টিমে এই গেমটি pre-order করে নিতে পারেন আর বেশিভার region এই এর দাম মাত্র 30$ তাই দাম দিক থেকে গেমটি অনেকটাই ভাল অবস্থানে আছে। আর PS4 এর জন্য আপনাকে 60$ খরচ করতে হবে।
Single player এর এই গেমটি মুলত ভবিষ্যতের উপর ভিত্তি করে বানানো যেখানো মানুষের বডি মডিফিকেশন করা একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেখানে আপনাকে একজন অপরাধী হিসেবে খেলা শুরু করতে হবে। Witcher, Dying light এর মত চমকপ্রদ সব গেমের জনক CD Project red এর মতে এটি হতে চলেছে এই শতাব্দীর অন্যতম সেরা গেম। যাদের আগের গেমগুলোই গেমারদের এত প্রীয় তাদের কাছ থেকে গেমারদের আশাটাও সবসময় অনেক বেশি আর আশাকরি সামনে আমরা অভুতপূর্ব সুন্দর একটি গেম পেতে চলেছি। আর বর্তমানে তারা nvidia এর সাথে চুক্তি করেছে যাতে এই গেমে তারা Ray tracing নিয়ে আসতে পারে।
No comments