AORUS H370 Gaming 3 Review
বাংলা নবর্বষের পান্তা ইলিশের ভোজনে কিছুটা স্বাদ দিতে আজ Tech Accumulator এর পক্ষ থেকে আমরা নিয়ে এলাম একখানা ঝাল ঝাল রিভিউ। ইতিমধ্যে আপনাদের অধিকাংশেরই জানার কথা যে intel 8th generation এর বাজেট সিরিজের বোর্ডগুলো আমাদের দেশে এসে পড়েছে। আর তাই আমরা দেরি না করে আপনাদের জন্য নিয়ে এলাম AORUS H370 Gaming 3 বোর্ডটির রিভিউ। যা আপনি মার্কেটে 14,500 টাকার আশেপাশেই পাবেন। দাম শুনে একটু ধাক্কা খেলেন? বাজেট সিরিজের বোর্ডের আবার এত দাম কেন? আসলে আমরা বাজেট সিরিজের বোর্ডের মধ্যে সবচেয়ে সেরা বোর্ডটি দিয়েই রিভিউ শুরু করছি আর কেনই বা বোর্ডটির দাম এত বেশি আর এটি কি আদৈ আপনার কিনা উচিত কিনা তা জানতে পুরো রিভিউটি মনোযোগ দিয়ে পড়ে ফেলুন :)
Unboxing:
শুরুতেই আসি আনবক্সিং এ। black orange theme এর বক্সটিতে মোটামুটি প্রিমিয়াম লেভেলের প্যাকেজিং ই দেয়া হয়েছে। বক্সটি খুলে মাদারবোর্ডটির সাথে আপনি পাচ্ছেন I/O Shield, SATA Cables, Driver Disk, Warranty Card, WIFI card, WIFI antenna
এবং User Friendly Manual। আর বোনাস হিসেবে পাচ্ছেন একটি আকর্ষণীয় aorus case badge আর G connector (এটি আপনার কেসিং এর পিনগুলো লাগানোর সময় অনেক কাজে দেয় )
Aesthetics:
মাদারবোর্ডের মূলত Black , Silver এবং orange Themed । রংয়ের বাহারের এই মাদারবোর্দটির pcbটা মুলত কালো রঙ্গয়ের। এর পিসিবিটির বায়ে নিচের দিকে silver রংয়ের একটি aorus পাখির লগো রয়েছে। এমনতি দুর থেকে দেখলে তা আপনার চোখে নাও পড়তে পারে তবে কাছথেকে একটু মনোযোগ দিয়ে দেখলে এটি ভালই লাগে।
নিচের চিপসেটেও aorus এর rgb একটি logo রয়েছে। আর i/o এবং vrm এর উপরে রয়েছে Black armor. আর vrm এর হিটসিং গুলোয় দেয়া হয়েছে মেটাল ফিনিশিং যা মাদারবোর্ডটিকে একটি টাফ লুক এনে দেয়।
RGB loverদের জন্য বোর্ডটি একটি hot cake বলা যায়। এর উপরে নিচে ডান বামে তথা চারপাশেই আপনি rgb এর দেখা পাচ্ছেন যা তাদের rgb fusion software দিয়ে সহজেই নিয়ন্ত্রন করতে পারবেন। বর্তমানে RGB ram এর দাম বেশি তাই তা কিনার ক্ষমতা নেই? মাদারবোর্ডের ram slotগুলোর মাঝে rgb light রয়েছে তাই দুধের সাধ ঘোলে মিটাতে বোর্ডটি ভালই সাহায্য করবে। সর্বশেষ বোর্ডটি যদিও এক দেখায় একটি হিজিবিজি লাগতে পারে কিন্তু পিসিতে লাগিয়ে rgb on করলেই এর আসল চেহারা ফুটে উঠবে :)
বাজেট অনুযায়ী মাদারবোর্ডের বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভাল এবং প্রশংসনীয়। বোর্ডের পাওয়ার ফেইজ ডিজাইন যথেষ্ট ভাল সেই সাথে এতে দুপাশের VRM এর উপরেরই আপনি heatsink এর দেখা পাবেন । এর র্যাম আর জিপিউ স্লটগুলোর উপর armor দেয়া আছে এতে ভারি সাইজের জিপিউ কিংবা র্যাম নিয়ে আপনার দুশ্চিন্তার কোন কারন নেই। এছাড়াও এতে ব্যবহার করা হয়েছে জাপানিজ ক্যাপাসিটর যেগুলোর কোয়ালিটি নিয়ে আর নতুন করে বলার মত তেমন কিছুই নেই। চিপসেটের উপরের হিটসিংকটা পুরাই ফাটাফাটি করসে। আবার i/o armor ও দেয়া আছে যদিও তা প্লাস্টিকের কিন্তু দেখতে হেব্বি লাগে। মোটের উপরে একে অনেকটাই premium build কোয়ালিটির ছোয়া দেয়া হয়েছে তাই ত বোর্ডটির দামও প্রিমিয়াম।
Temperature Monitoring এর জন্য এতে রয়েছে ৬টি Temperature সেন্সর। এছাড়াও Cooling এর জন্য মাদারবোর্ডটিতে রয়েছে ৪টি Hybrid Fan Headers যা আপনি অনায়াসেই GIGABYTE-এর Smart Fan 5 Software দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবেন। কুলার সাপোর্টের দিক থেকে এটি যথেষ্ট। আর সব গিগাবাইটের বোর্ডের মত এতেও ৩বছরের ওয়ারেন্টি থাকছে ।
Bios:
বোর্ডটিতে গিগাবাইটের সবচেয়ে latest UEFI ব্যবহার করা হয়েছে যাতে আপনি কিবোর্ড কিংবা মাউস উভয় ডিভাইস দিয়েই কন্ট্রোল করতে পারবেন। এখান থেকেই আপনি আপনার দরকারি সব কাজ যেমন fan control করা, rgb এর কাস্টমাইজেশন কিংবা memory এর xpm profile সবই পাবেন। আরেকটি উপকারি দিক হল বায়োসে থাকাকালে F12 click করলে আপনি screen shot ও নিতে পারবেন যা 720p এ বিটম্যাপ সেটিং এ সেভ হয়ে থাকবে। Dual BIOS-এর কল্যাণে যদি কোন কারণে মাদারবোর্ডের একটি BIOS নষ্ট হয়ে যায়, তাহলে বিকল্প হিসেবে আরেকটি BIOS দিয়ে আপনি মাদারবোর্ডটি ব্যবহার করতে পারবেন। BIOS-টির অসাধারণ গেমিং লুক এবং সহজবোধ্য User Interface আপনার পিসির ব্যবহারকে উপভোগ্য করবেই ।
Audio এর জন্য এতে ব্যবহার করা হয়েছে ALC1220-VB chipset যা আপনার 120db পর্যন্ত সকল audio device কে সাপোর্ট দেয়ার জন্য যথেষ্ট। এছাড়াও মূল PCB থেকে audio portion-কে Noise Guard-এর মাধ্যমে আলাদা করে রাখায় PCB Noise Pollution-এর সম্ভাবনা নেই। বর্তমান দিনে অনলাইন গেমিং এর জন্য অনেকেই ভাল অডিও ডিভাইস চালান আর মোটামুটি মানের audio chip থাকায় এই বোর্ডটি আপনাকে সাধারণ বোর্ডের তুলনায় ভাল সাউন্ড আউটপুট দিতে সক্ষম। আর এই চিপসেটটির আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হল এর Front microphone snr এটি কম ভলিউমেও আপনাকে পরিষ্কার আওয়াজ শুনতে সাহায্য করবে।
Connectivity
বর্তমান সময়ের জনপ্রিয় M.2 SSD লাগানোর জন্য এতে রয়েছে ৩টি M.2 SSD স্লট। তবে ২য় m2 slotটি wifi এর সাথে কানেক্টেড তাই এটি ব্যবহার করতে পারবেন না। এছাড়াও মাদারবোর্ডটিতে Intel Optane Memory ব্যবহার করতে পারবেন। Storage এর জন্য মাদারবোর্ডে রয়েছে ৬টি SATA III কানেক্টর। এছাড়াও রয়েছে 6টি USB 3.1 Gen 1 পোর্ট। আর হ্যা, মাদারবোর্ডটিতে Crossfire সাপোরটও রয়েছে ।
Networking:
মাদারবোর্ডের বাজেট একটু ভাল হলেই সবাই ক্যাচক্যাচ করেন এতে কি wifi আছে নাকি। আর হ্যা এই বোর্ডে আপনি built in wifi ত পাচ্ছেনই আর যদি আরো ভাল wifi চান তাহলে এতে upgrade করার অপশনও রাখা হয়েছে :) তারমানে এর বিল্ট ইন wifiটি crappy নয় বরং এই বাজেটে এত ভাল wifi দেখে বেশ অবাকই লাগল। Networking-এর জন্য Motherboard-এ ব্যবহ্রত হয়েছে Intel GbE LAN chip. সাথে রয়েছে Intel এর “cFosSpeed” আপনাকে Network Latency improve করতে সাহায্য করে যা আপনাকে এনে দেয় Low ping Online Gaming Experience।
Conclusion:
মাদারবোর্ডটিতে High End সব মাদারবোর্ডের 90% feature ই পাচ্ছেন খালি oc করতে পারবেন না এই আরকি। ত এখন এইটা কিনবেন কি কিনবেন না এটি সম্পূর্ণ আপনার ইচ্ছার উপরে নির্ভর করে। যদি আপনি k series processor ব্যবহার না করেন কিংবা oc করে বাড়তি ঝামেলার ইচ্ছা না থাকে অথবা rgb ছাড়া আপনার চলেই না তাহলে এই বাজেটে এটি আপনার জন্য সবচেয়ে ভাল চয়েজ হতে পারে। কিন্তু যদি oc করার মনোভাব থাকে তাহলে আমি বলব আপনি AORUS z370 gaming 3 মাদারবোর্ডটি দেখতে পারেন।
আর বোর্ডটি কিনতে চাইলে আমাদের রিকোমান্ডেড শপগুলো হলঃ
Multiplun: Amarpc.com
IDB: Onix Computers System
আচ্ছা ভাই ব্রাদাররা আর লিখালিখি করে আপনাদের কস্ট দিতে চাইনা। তবে যদি রিভিউটি পড়ে কোন কিছু জানতে পারলেন কিংবা মজা পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। সবাইকে নববর্ষের সুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি :)
No comments