Apex legends the best survival game?
বর্তমানে মাল্টিপ্লেয়ার fps game মানেই battle royal গেমের তালিকায় আরেকটি গেমের নাম যুক্ত হওয়া৷ তবে এই apex legends শুধু battle royal বা pubg/fortnite নয় সাথে overwatch, titan fall এসব গেমের ধাচ মিশিয়ে একটা পাচমিশালি গেম বানিয়েছে। এতেও ফিউচারিস্টিক পরিবেশ তৈরী করা হয়েছে যা সত্যি বলতে মাল্টিপ্লেয়ার fps game হিসেবে আমার তেমন পছন্দ না৷
আগেই বলেছি গেমটিতে পাঁচমিশালি গেম স্টাইল মিশানো হয়েছে। এখানে খেলার জন্য কিছু ক্যারেক্টার আছে যাদের নিজেস্ব কিছু ক্ষমতা আছে। যেমন কেউ smoke মারতে পারে, কেউ enemy spot করতে পারে, কেউ heal করতে সক্ষম ত কেউবা teleport করতে পারে। গেমে আপনাকে প্লেন থেকে ইচ্ছেমত জায়গায় নেমে লুট করা লাগবে। এইখান থেকেই প্র্যয়োজনীয় সব weapon, armor, attachment, tools ইত্যাদি নিয়ে নিতে হবে। এরপর zone পেরিয়ে প্রতিপক্ষদের উপরে ইয়ালি বলে ঝাপিয়ে পড়ে দুইটা গুলি করে মরে আবারও আরেকটা গেম শুরু করে দিতে হবে :p
আশা করি battle royal এর গেমপ্লে কেমন থাকে তা আর আপনাদের বুঝিয়ে বলা লাগবে না। মজার ব্যাপার হল এখানে আপনি যত উপরের থেকেই ঝাপ দেন না কেন health কমবে না। এছাড়া এতে স্লাইড দেয়ার অপশন আছে আর চাইলে স্পেস বাটন চাপ দিয়ে রেখে অনেক উচু জায়গায় উঠতে পারবেন, এমনকি অনেক zip line আছে যেগুলো চাইলে ব্যবহার করতে পারেন। আর ক্যারেক্টার skin ও weapon skin ত আছেই। এগুলো চাইলে টাকা কিংবা গেম থেকে পাওয়া পয়েন্ট দিয়ে কিনতে পারেন। কিছু ক্যারেক্টারও কিনা লাগে এই গেমে। আর গেমপ্লে স্টাইল খুব ফাস্ট। এতে কোন input lag নেই যেই জিনিশটা আমার ভাল লেগেছে। input lag এর জন্য আমি pubg pc খেলিই না :3
Respawn Entertainment এর ডেভেলাপ published by EA মানেই gfx এর দিকথেকে গেমটি হবে দুর্দান্ত, apex legends ও তার ব্যাতিক্রম নয়। গেমের gfx অনেকটাই বর্তমান কালের AAA game title গুলোর সাথে পাল্লা দেয়ার মত। গেমটির অপটিমাইজেশন ও যথেষ্ট ভাল। গেমের physics, playing style, character design সবকিছুই আপনাকে মুগ্ধ করবে। এই গেমটি গ্রাফিক্স আর গেমপ্লের দিকথেকে অনেকটা titan fall এর মতই।
Optimization
গেমটি ভালই optimized। গেমটিতে আমার core i5+ 8gb ram+ GTX 1060 6gb দিয়ে ultra settings (vsync off) রেখে প্রায় 60-65 এর ঘরে fps পেয়েছি যা এই গেম স্মুথলি খেলার জন্য যথেষ্ট। এর frame time ও যথেষ্ট কম ছিল।আমার logitech g430 surround sound headphone দিয়ে গেমটি থেকে খুবই ভাল surround sound পাওয়া যাচ্ছিল।
তবে gpu ছাড়া কিংবা lower end pc দিয়ে গেমটি খেলতে সমস্যার সম্মুখিন হতে পারেন।
গেমটি একেবারে নিখুত তা নয়৷ এখনো গেমে অনেক ধরনের bug রয়েছে। অনেকসময় গেম হ্যাং করে, মাঝে মাঝে invite করতে সমস্যা হয়। আবার প্লেয়ার প্রোফাইলে ঢুকতে গেলেও সেখানে ভুল তথ্য দেখায়।
Cons
--> গেমের মাঝে পিং দেখার কোন উপায় নেই ।
--> বর্তমানে শুধুমাত্র একটি গেম mode ই আছে তবে আশাকরি সামনে আরো গেম mode আসবে।
--> আবার গেমটির যেই দিকটা সবচেয়ে খারাপ লেগেছে তা হল এতে যেকোন প্লেয়ারকে মারতে রীতিমতো হিমশিম খেতে হয়।
--> গেমে লুট পাওয়াটাও কিছুটা মুশকিল ।
Final Words
সবমিলিয়ে EA মোটামুটি উপভোগ্য একটি গেম তৈরী করেছে আর এরচেয়েও বড় কথা এটি একটি মাগনা গেম যা খেলতে আপনার পকেট থেকে বাড়তি কোন পয়সা খরচ করা লাগছে না। তাই সময় থাকলে খেলে দেখতে পারেন। আর আশা করি গেমের যেই সমস্যাগুলি আছে তা সামনে আপগ্রেডের মাধ্যমে সব ঠিক হয়ে যাবে। মজার ব্যাপার হল এখন এতে যেই বাগ আছে তারচেয়ে pubg এ বাগের পরিমাণ অনেক বেশি।
আজ তাহলে এখানেই শেষ করছি। এখানে আমরা মুলত গেমটির ব্যাপারে আপনাদের একটি ধারণা দেয়ার চেস্টা করেছি। তাই গেমের সবগুলো দিক নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। আর এ ধরনের রিভিউ পেতে অবশ্যই আমাদের পেইজে লাইক দিতে ভুলবেন না।
No comments