Header Ads

Header ADS

Review of GMS X-5 MousePad

ধীরে ধীরে গেমিং এর সকল হার্ডওয়্যারেই নীলোস থুক্কু RGB এর প্রাধান্য দেখা যাচ্ছে যা ফ্যান, কিবোর্ড, মাউস থেকে শুরু করে পাওয়ার সাপ্লাই, ssd এমনকি psu cable পর্যন্ত বাদ যায়নি। আর আজকে আমাদের নিকট আছে এমনই একটি প্রোডাক্ট যাতে চারদিকেই একেবারে নীলোস দিয়ে ভরে ফেলা হয়েছে। এটি হল GMS X-5 rgb mousepad. এটি মুলত একটি extended mousepad অর্থাৎ এটি আপনার কিবোর্ড মাউস সবকিছুই আগলে নিবে আর এর চারপাশে থাকছে RGB লাইটিং ফলে আপনার গেমিং সেটাপে এটি অত্যন্ত সুন্দর একটি প্রভাব ফেলবে। এবার হয়তবা ভাবছেন যে নিশ্চয় এর দাম পাচ কিংবা ছয় হাজার হবে তাই না? কিন্তু প্রকৃতপক্ষে এর বাজারমূল্য মাত্র দুই হাজার টাকা। অথচ বাজারে মোটামুটি নন ব্রান্ডের ভাল extended mousepad গুলোর দামই এক হাজারের উপরে আর rgb small size chinese brand mousepad গুলোর দাম আঠারোশ থেকে দুই হাজার যেখানে ব্রান্ডেড rgb mousepad এর জন্য আপনাকে দিগুণ টাকা গুনতে হবে।
Aesthetics


সম্পূর্ণ কাল এই প্যাডটিতে কোনভাবে কোন ব্যান্ডিং এর জন্য লগো দেয়া হয়নি। তাই light অন করার সাথে সাথেই এটি আপনার যেকোন কালার থিমে সুন্দর মানিয়ে নিবে। মাউসপ্যাডটির সাইজ যথেষ্ট বড় হওয়ায় এটি আপনার প্রায় পুরো ডেস্কটাকেই একটি অনন্য সাধারণ আভিজাত্যিক ডেক্সে রুপান্তর করবে।
rgb effect কন্ট্রোল করার জন্য এতে কোন সফটওয়্যার নেই। এই প্যাডটিতে একটি এক বোতামের কন্ট্রোলার আছে যার সাহায্যে আপনি ইফেক্ট কন্ট্রোল করতে পারবেন। দুঃখজনক ব্যাপার হল এতে ব্রাইটনেস কন্ট্রোল করার কোন অপশন নেই। এর ব্রাইটনেস মোটামুটি আলোতে দেখা যায় ঠিকই তবে অন্ধকার রুম হলে এর আসল সৈন্দর্য ফুটে উঠে। প্রথমে এর ব্রাইটনেস আরেকটু বেশি থাকলে ভাল হত বলে মনে হয়েছিল। এরপর গেমিং এর সময় বুঝলাম গেম খেলা কিংবা টাইপিং করার সময় এর লাইটগুলো সরাসরি যাতে আপনার চোখে না লাগে সেজন্যই এই ব্যবস্থা নেয়া হয়েছে। এর লাইটগুলো কর্ণারের দিকে একটু বেশি উজ্জ্বল কেননা মুলত চারপাশেই এর লাইটগুলো রয়েছে তবে এরপরেও প্রায় সবদিকেই সমান পরিমানে আলোকিত হয়।
Mousepad Type
এই মাউসপ্যাডটি একটি RGB মাউসপ্যাড হওয়ার পরেও এটি মুলত একটি soft surface এর মাউস। এই soft surface হওয়ায় প্যাডটিকে আপনি ইচ্ছেমতো ভাজ করতে পারবেন। আর hard surface এ মাউস ব্যবহার করতে অধিকাংশ মানুষই পছন্দ করে না এমনকি আমরাও কখনো hard surface মাউসপ্যাড দিয়ে গেমিং করি না যেখানে বেশিভাগ rgb mousepad hard surface এর হয়ে থাকে।
মাউসপ্যাডের সাইজটি আঁকারের দিকথেকে ভালই বড়। এটি দৈর্ঘ্যে 800 মিলিমিটার আর প্রস্থে 300 মিলিমিটার। তাই আপনার কিবোর্ড কিংবা মাউস প্যাডে রাখার জন্য যতটুকু জায়গা প্রয়োজন এতে তার থেকে কিছুটা বেশিই আছে। আর এর পুরুত্ব 4mm তাই মাউসপ্যাডটিতে হাত রেখেও যথেষ্ট আরাম পাবেন। প্যাডটির উপরের দিকে খুব চিকন আড়াআড়ি ভাজ আছে। তাই দেখে মনে হতে পারে এটি একটি control edition pad। কিন্তু এই ভাজগুলো আঁকারে ছোট হওয়ায় বাহিরের সার্ফেসটি যথেষ্ট পিচ্ছিল। তাই এটি মুলত একটি স্প্রিড ইডিশনের মাউসপ্যাড। মাউসপ্যাডটির পিছনের দিকে আছে রবারের প্রলেপ তাই মাউসপ্যাডটি স্প্লিক কেটে সরে যায় না।
Build Quality:

এত টাকা দিয়ে যেহেতু একটি মাউসপ্যাড কিনছেন তাই এটি কেমন টেকসই হবে তা । আর সেক্ষেত্রে প্যাডটি আপনাকে হতাশ করবে না। এছাড়াও প্যাডটি water proof তাই এর সার্ফেস সহজে নস্ট হয়ে যাবার সম্ভাবনা নেই। পিছনদিকে রয়েছে সিলিকনের আবরণ যা প্যাডটিকে খুব শক্তকরে এটে থাকতে সাহায্য করে। সফট সারফেসের জন্য একে যেমন ইচ্ছা তেমন ভাজ করলেও কোন সমস্যা হবে না। আর এই মাউসপ্যাডটি চাইলে সহজেই একটি কাপড় দিয়ে পরিষ্কার করে ফেলতে পারবেন। এতে তেমন হাতের ছাপ কিংবা ময়লা লেগে থাকে না। এর light housing টিকে খুব সুক্ষভাবে সেলাই করে সাথে লাগিয়ে রাখা হয়েছে। প্যাডটি ভাজ করলেও light housing টি ভালভাবেই ভাজ হয়ে যায় কোন সমস্যাই হয় না। আর এতে পাওয়ার কানেকশন হিসেবে ব্রেইডেড ক্যাবল ব্যবহার করা হয়েছে যার কোয়ালিটিও আমাদের ভালই লেগেছে।
Gaming:
প্রফেশনাল গেমারেরা সাধারণত কম DPI দিয়ে খেলায় অভ্যস্ত। এজন্য তাদের দরকার হয় একটু বড় সাইজের মাউসপ্যাডের। আর তাদের কথা মাথায় রেখেই এই প্যাডটির সাইজ যথেষ্ট বড় দেয়া হয়েছে তাই এতে একটি গোটা কিবোর্ডও এটে যায়। এরফলে ফ্লিক শট, 180' angle এর জন্য প্যাডটি ভাল সাপোর্ট দিতে পারবে। আর এর কালার পুরোপুরি ব্ল্যাক হওয়ায় সব মাউসই এতে ভালভাবে Track করতে পারবে সেসাথে এটি slip খেয়ে এদিক ওদিক সরে যাবে না।
এই প্যাডটি দিয়ে আমরা PUBG, Apex Legends, Warface, Fight club ইত্যাদি গেম খেলে দেখেছি। আমার আগের প্যাডটি control edition pad হওয়ায় সেখানে আমি 1400 dpi ব্যবহার করতাম। এই প্যাডটি স্পিড ইডিশন হওয়ায় এতে আমাকে dpi কমিয়ে 1200 এ নামাতে হয়েছে। অনেক fps gamer 800-400 dpi এ গেম খেলে তাদের জন্যও এই প্যাডে যথেষ্ট জায়গা আছে।
Conclusion:
মোটের উপর GMS-X5 mousepad টিতে শুধু rgb দিয়েই ফাটিয়ে দেয়া হয়নি। গেম খেলার জন্যও এটি মোটামুটি কাজের একটি মাউসপ্যাড। যারা কিনা কমদামে পিসির aesthetics সুন্দর করার চিন্তা করছেন সেসাথে গেমিং ও করেন তারা এই মাউসপ্যাডটি দেখতে পারেন। বাজারে অনেক high quality rgb mousepad আছে যেগুলো এর দিগুন দামে বিক্রি হচ্ছে তবে তাদের অধিকাংশই hard surface ফলে সেগুলোয় মাউস ফিট ক্ষয় হয়ে যায় আবার অনেকগুলো প্যাডে গেম খেলার সময় নড়াচড়া করে কিংবা rgb এর জন্য সাইজে প্রয়োজনের তুলনায় ছোট থাকে। তাই প্রিমিয়াম rgb effect না থাকলেও এই প্যাডটি নিসন্দেহে একটি গেমিং প্যাড যা গেমিং এর সাথে সাথে আপনার রিগকেও ভালভাবে ফুটিয়ে তুলবে। আর যারা কিনা আরও কমে rgb mousepad কিনতে চান তাদের জন্য সুখবর হল সামনেই এই মাউসপ্যাডটির ছোট ভার্শন GMS-X3 বাজারে আসছে।
আজ তাহলে এ পর্যন্তই। মাউসপ্যাডটির সাইজ অনেক বড় হওয়ায় আর ক্যামেরায় এর লাইটিং ইফেক্ট বাজে আসায় আমাদের পক্ষে তুলনামূলক ভাল ছবি তোলা সম্ভব হয়নি আশা করি এটি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। গেমিং এর ব্যাপারে নিয়মিত এধরনের কন্টেন্ট পেতে অবশ্যই আমাদের পেইজে লাইক দিতে ভুলবেন না।


No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.