Review of AORUS AMP500 Mousepad
গেমিং এ একটি ভাল ইদুর যেমন দরকারী তেমনি সেই ইঁদুরের জন্য একটি ভাল প্যাডও হওয়া চায়। আর গেমারদের এইসব চাহিদা মাথায় রেখেই AORUS নিয়ে এসেছে AMP500 মাউসপ্যাড। মুলত কন্ট্রোল ইউজারদের কথা মাথায় রেখে বানানো এই মাউসপ্যাডটি আমাদের চেনা পরিচিত মাউসপ্যাড গুলো থেকে একটু ভিন্না মানের। আর এর বাজারদর তথা MRP হচ্ছে 1800 টাকা। তাহলে চলুন দেখে নেয়া যাক ভিন্ন ধরনের এই মাউসপ্যাডটি আমাদের কি কি যাদু দেখাতে পারে :p
যাদের মাউসপ্যাডের ব্যাপারে আইডিয়া কম তাদের জন্য শুরুতে কিছু কথা না বললেই নয়। আর তা হল মাউসপ্যাড সাধারণত দুই ধরনের হয় থাকে যার একটি স্প্রিড ইডিশন আরেকটি কন্ট্রোল ইডিশন। স্প্রিড ইডিশনের মাউসপ্যাডগুলো সাধারণত মসণ হয়ে থাকে অপরদিকে কন্ট্রোল ইডিশনের প্যাডগুলো কিছুটা রুক্ষ হয়ে থাকে। আপনার যদি মাউস বেশি ঘুরানোর অভ্যাস থাকে তাহলে কন্ট্রোল ইডিশনের প্যাডই আপনার জন্য ভাল আর যদি আপনি মাউস কম নাড়াচড়া করেন তাহলে speed edition কিনাই ভাল হবে আপনার জন্য।
Build Quality
মাউসপ্যাডের ক্ষেত্রে বিল্ড কোয়ালিটি তেমন একটা দরকারি জিনিশ না হলেও যখন কিনা আপনি ভাল বাজেটের একটি মাউসপ্যাড কিনবেন তখন অবশ্যই ভাল কোয়ালিটিও আশা করবেন। আর সেক্ষেত্রে প্যাডটি আপনাকে হতাশ করবে না। এছাড়াও প্যাডটি water proof তাই এর সার্ফেস সহজে নস্ট হয়ে যাবার সম্ভাবনা নেই। পিছনদিকে রয়েছে সিলিকনের আবরণ যা প্যাডটিকে খুব শক্তকরে এটে থাকতে সাহায্য করে। প্যাডটির সাইজ 430 * 370 * 1.8 mm তাহলে বুঝতেই পারছেন এটি একটি XL size এর মাউসপ্যাড।
প্রফেশনাল গেমারেরা সাধারণত কম DPI দিয়ে খেলায় অভ্যস্ত। এজন্য তাদের দরকার হয় একটু বড় সাইজের মাউসপ্যাডের। আর তাদের কথা মাথায় রেখেই এই প্যাডটির সাইজ যথেষ্ট বড় দেয়া হয়েছে তাই এতে একটি গোটা কিবোর্ডও এটে যায়। এরফলে ফ্লিক শট, 180' angle এর জন্য প্যাডটি ভাল সাপোর্ট দিতে পারবে। আর এর কালার পুরোপুরি ব্ল্যাক হওয়ায় সব মাউসই এতে ভালভাবে Track করতে পারবে। আর মাউসটিতে কিছুটা Texture দেওয়ায় মাউস slip খেয়ে এদিক ওদিক সরে যাবে না। এমনকি মাউসপ্যাডটির নিচে সিলিকন দেয়া আছে তাই যে কোন সার্ফেসের সাথেই প্যাডটি শক্তভাবে এটে থাকবে। আরেকটি কথা না বললেই নয় waterproof mousepad হওয়ায় আপনি চাইলে এতে হাতের ঘাম কিছুটা মুছতে পারবেন কিন্তু তাতে প্যাডের কোন সমস্যা হবে না। এছাড়া এর সার্ফেসটি অনেকটাই কম্ফোর্টেবল তাই অনেকক্ষন গেমিং এর পরেও প্যাডের কারনে আপনার হাতে কোন সমস্যা হবে না।
Conclusion:
তাহলে উপরের কথা শুনে বুঝতেই পারছেন মাউসটি দেখতে যেমন সুন্দর তেমনি এর কোয়ালিটিও যথেষ্ট ভাল। যারা কিনা মিড বাজেটে একটি ভাল কন্ট্রোল ইডিশন মাউসপ্যাড খুজছেন তাদের জন্য এটি খুবই ভাল একটি চয়েজ। আরেকটি কথা না বললেই নয় আর তা হল ইদানিং অনেক প্যাডেই RGB দিয়ে সেল করা হচ্ছে সত্যি বলতে সেগুলো দেখতে অসাধারণ হলেও গেমিং এ সেগুলো আপনাকে খুব একটি সাপোর্ট দিতে পারবে না। বরং কিছু কিছু প্যাডের সার্ফেস এতটাই রাফ যে সেগুলো মাউসের মাউস ফিটগুলো নস্ট করে দেয়। তাই কিনার আগে সুধু বাহিরের সৈন্দর্য দেখে ক্রাশ খেয়ে বইসেন না আর আপনার জন্য কি speed নাকি control edition প্যাড দরকার সেটি আগে যাচাই করে পরে মাউসপ্যাড কিনুন।
আজ তাহলে এ পর্যন্তই। গেমিং এর ব্যাপারে নিয়মিত এধরনের কন্টেন্ট পেতে অবশ্যই আমাদের পেইজে লাইক দিতে ভুলবেন না।
No comments