Header Ads

Header ADS

GIGABYTE AC300W Review

কেমন আছেন বন্ধুরা? ভাষার মাসে আবারো বাংলায় রিভিউ নিয়ে আমরা হাজির। আর এবারে আমাদের রিভিউর জন্য রয়েছে গিগাবাইটের নতুন কেসিং AORUS AC300W যার বাজারমুল্য ধরা হয়েছে 9,000/- টাকা। এত দামি একটা কেস থেকে আমরা মুলত মিড বাজেটের সেরা সেরা ফিচার্সগুলোই আশা করি তবে কেসটি আসলে সাধারণ কেসের মত হলেও একে showcase case হিসেবেই বানানো হয়েছে। তাহলে কি আছে এই কেসে আর এইটা কি আসলেই কিনা উচিত তা জানতে পুরো রিভিউ পর্যন্ত আমাদের সাথে থাকুন।
Outlook:
কেসিং এর এই দিকটায় খুব ভালই নজর দেয়া হয়েছে । কালো রঙ্গয়ের বক্সের মত দেখিতে এই কেসের সামনের দিকে অনেকটা Brush Aluminium ফিনিশিং দেয়া আছে যার উপরে ও নিচের দিকটায় কিছুটা Triangular design দেয়া আছে। কেসের সামনে আর psu cover এর উপরে রয়েছে RGB AORUS লগো তাই RGB fanboy দের কেসটি চুম্বকের মতই টানবে :p আর রিগের ভিতরের জিনিশ শো অফ করার জন্য সাইড উইন্ডো ত আছেই তবে এতে কোন Tempered glass নেই। আগেই বলেছিলাম কেসটি একটি শোকেসিং কেসিং তাই এতে আপনি পাচ্ছেন vertical gpu mounting option যার জন্য আপনি চাইলেই জিপিউ এর সুন্দর rgb light কেও শো অফ করাতে পারবেন। তাই মোটের উপর কেসটি দেখতে সুন্দর আর সেই সাথে এতে বিল্ড করে একটি gorgeous সেটাপ করা কঠিন কোন ব্যাপার না।
Cooling Option:
কেসটিতে সামনে ৩টি ১২০mm বা দুটি 140mm ও উপরে ২টি 120mm বা 140mm ও পিছনে একটি 120mm অথবা 140mm fan লাগানোর জায়গা রয়েছে আর সেই সাথে কেসটিতে পর্যাপ্ত বাতাস প্রবাহের জন্য উপরের অংশে mesh plastic এর ব্যবহার করা হয়েছে। যার সাথে ম্যাগনেটিক dust filter আছে আর সামনের দিকটা খোলা না হলেও পাশে 1inch এর মত জায়গা ফাকা রাখা আছে এতে সহজেই বাতাস ভিতরে ঢুকতে পারবে। এরসাথে কেসটিতে দেয়া হয়েছে open frame design তাই temperature নিয়ে চিন্তা করার কিছুই নেই।
আর শুধু ফ্যান লাগানোর অপশনই নয় এই কেসে উপরের দিকে ফাকা থাকার জন্য এতে সহজেই পিছনে কিংবা সামনে 120mm alo লাগাতে পারবেন। এমনকি কেসটির সামনের দিকে 240mm alo লাগানো যায়। তবে উপরে জায়গা কম থাকায় আপনি 240mm alo ব্যবহার করতে পারবেন না যেটি আসলে এই বাজেটের কেস থেকে আমরা সবাই আশা করি।
Air cooler ব্যবহারকারীদের জন্যও কেসটি খারাপ নয়। যেকোন 170mm size এর কুলার অর্থাৎ যেসব কুলার 120mm fan এর জন্য বানানো তাদের সবই এই কেসে ব্যবহার করতে পারবেন ।
Custom loop করার ইচ্ছা থাকলে কেসটি আপনার জন্য নয়। তাই সবদিক বিবেচনার কেসে ventilation এ 9/10 ও কুলার সাপোর্টে 8/10 দেয়া হল।
Storage:
কেসটিতে ২টি 3.5 inch hdd ও ৩টি 2.5 inch ssd/hdd এর ব্যবস্থা রয়েছে। বিলুপ্তপ্রায় 5.2 inchi dvd drive দিয়ে কেসটিকে বেক্ষাপ্পা করে ফেলা হয়নি। আর আধুনিক কেসের মত এর hdd try টি psu cover এর মধ্যে লাগানো আর ssd মাউন্টিং অপশনটি রয়েছে মাদারবোর্দের উল্টোদিকে ।
Side Window:
2018 এ কেসে শুধু সাইড উইন্ডো হলেই হয় না সেটি tempered glass ও হওয়া চাই। তবে এই কেসে আপনি পাচ্ছেন 3mm পুরু acrylic window যার বিল্ড কোয়ালিটি ভালই তবে এই বাজেটে tempered glass দেখতে পারলে খুশি হতাম :)
Interior
Mobo এর ক্ষেত্রে itx, m-atx, ATX সাইজের যেকোন বোর্ড এটি সমর্থন করে এবং 410mm পর্যন্ত gpu support থাকায় যেকোনো 3 টি ফ্যানের জিপিউও এতে সহজেই লাগানো সম্ভব। আর psu এর ক্ষেত্রে 200m সাইজের psu ও সহজেই এতে এটে যাবে।
Cable Management
ক্যাবল মেনেজমেন্ট নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া আছে । যদিও এর সাইজ মোটামুটি ভাল তবে অনেক ফ্যান আর নন মডুলার psu হলে আপনাকে কিছুটা জায়গার সল্পতায় পড়তেই হবে। psu cover এর জন্য এতে non modular psu দিয়েই সুন্দর ক্যাবল মেনেজমেন্ট করা সম্ভব। কেসের চারদিকেই ক্যাবল ঢুকানোর জন্য পর্যাপ্ত হোল রয়েছে। পিছনের দিকে ক্যাবল নেয়ার জন্য জায়গা কিছুটা কম কিন্তু psu cover এর জন্য নিচের অধিকাংশ ক্যাবল রাখা সম্ভব।
কেসের একটি ফাটাফাটি জিনিশ ছিল এর উপরের রয়েছে ম্যাগনেটিক dust filter ও সামনে আর নিচে removable dust filter যাদের কোয়ালিটি প্রিমিয়াম লেভেলের। বিশেষ করে এর সামনের dust filter টা চাইলে কেসের বাহিরের থেকেই খোলা যায় যেটি আমাদের দেশের মানুষের জন্য খুবই দারুন একটা ফিচার্স কারন আপনি খুবই কম সময়ে সামনের ফিল্টারটি খুলে পরিষ্কার করতে পারেন। যারা alo ব্যবহার করেন তারা বাদে বাকিরা এর আসল সুবিধা বুঝতে পারবেন না।
Build Quality

এই বাজেটের একটি কেস থেকে আপনার অবশ্যই ভাল বিল্ড কোয়ালিটির আশা থাকলে কেসটি আপনাকে হতাশ করবে না। এর মুল বডি তৈরী হয়েছে স্টিলের শিট দিয়ে আর শুধু সামনের দিকে শক্ত প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। এর কালারের কোয়ালিটিও যথেষ্ট ভাল তাই অল্প দাগ কিংবা খোচা লেগে রং উঠার সম্ভাবনা নেই। আর বডি স্ট্রাকচারের কথা বললে এতে তেমন কোন flex দেখিনি । আর তাই ত কেসের ওজন মাত্র 7kg
Final Words:
ফিচার্সের দিক থেকে কেসটিকে VR ready case বলা হয় কারন এর সামনেও আছে একটি hdmi option আর কেসের পিছন থেকে সামনে ক্যাবল নেয়ার জন্যও কিছু জায়গা রয়েছে ফলে vr gaming করতে চাইলে কেসটিতে তার আর hdmi নিয়ে কান্নাকাটি করা লাগবে না। কেসের সামনের dust filterটি আমাদের দেশের জন্য খুবই প্রয়োজনীয় একটি জিনিশ। আর দেখতে ভাল কেসটিতে RGB থাকায় আরো ভাল থাকে। AORUS mobo থাকলে সহজেই sync করে RGB টিকে নতুন মাত্রায় নিতে পারবেন। তবে ভিতরে জায়গা কিছুটা কম। আর বাজেট অনুযায়ি কেসটির দাম কিছুটা বেশি। আর vertical gpu mount করার জন্য কোন রাইজার দেয়া হয়নি। একটি রাইজার দিলে দামটা আসলে পুশিয়ে দেয়া যেত। তাই সর্বশেষ বলব যদি আপনার AORUS theme pc build করার ইচ্ছা থাকে তাহলে কেসটি খুব ভালভাবে আপনার পিসিকে ফুটিয়ে তুলতে পারবে।
এবার কেসটি আপনার জন্য ভাল কিনা তা নিজেই ভেবে দেখুন আর আজকের মত এখানেই শেষ। তবে এরকম কন্টেন্ট পেতে পেইজে লাইক অ শেয়ার দিতে ভুলবেন না :)

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.