Review of MI BAND 3
কি খবর বন্ধুরা ? এই ব্যাস্ত শহুড়ে জীবনে আজকাল অনেকের পক্ষেই নিজের শরীরের ঠিকঠাক দেখাশুনা করা হচ্ছে না আর তাদের কথা মাথায় রেখেই বর্তমানে বাজারে আসছে নিত্য নতুন সব ফিটনেস ব্যান্ড। আর বর্তমানে শাওমীর mi band 3 বাজারে এসে এই সেক্টরে আরেকটু আলোড়ন জাগীয়ে তুলেছে। সাধ্যের মধ্যে দাড়ুন সব ফিচার্সের জন্য অনেকেই ভাবছেন এখন এই ব্যান্ডটি কিনা ঠিক হবে নাকি বা অন্য কোন ব্যান্ড থেকে এতে শিফট করা কি ভাল হবে নাকি। তাই সকলের জন্য আমরা আপনাদের সামনে আজ নিয়ে এসেছি mi band 3 এর চুলচেড়া বিশ্লেষণ তাই পুরো রিভিউটি কস্ট করে পড়তে ভুলবেন না।
Aesthetics:
চিকন সাইজের এই ব্যান্ডটির ডিজাইনকে এককথায় বলা যায় সিম্পলের মধ্যে গর্জিয়াস। আর শাওমি যে একখান বিখ্যাত ব্রান্ডকে কপি করার চেস্টা করে সেই প্রভাব এই ব্যান্ডেও বিদ্যমান রয়েছে। ব্যান্ডটির উপরে নিচে কিংবা ডানে বায়ে কোন লগো দেওয়া নেই যা অনেকেই পছন্দ করেন। আর এর ডিস্পেতে কার্ভ ডিজাইন দেয়ায় একে একটি প্রিমিয়াম টেক প্রোডাক্ট বলেই মনে হয়।
Comfort Level:
ওজনে পাতলা আর সেসাথে সাইজে চিকন হওয়ায় ব্যান্ডটি সারাক্ষন হাতে রাখতে তেমন কোন সমস্যা হয় না। তবে এর নিজের সেন্সটি হাতে একটু ছাপ ফেলে দেয়। এছাড়া ব্যান্ড পড়ার সময় হুকটি লাগাতে কিছুটা বেগ পেতে হয়। আর ব্যান্ডের উপরের দিকটা অনেক স্মুথ হলেও নিচের দিকটা কিছুটা আঠাল। তাই মোটের উপর ডিভাইসটি টপ লেভেলের কম্ফোর্টেবল নয় কিন্তু তা বলে এটি খুব একটা সমস্যা করে সেটা বলা ঠিক না।
Build Quality:
ডিভাইসটির বিল্ড কোয়ালিটি সন্তোষ্টজনক। এটি প্রায় ৫০ মিটার অব্ধি পানিতে ব্যবহার করতে পারবেন। আমাদের পক্ষে এটি পুরোপুরি পরীক্ষা করা সম্ভব হয়নি তবে গ্লাসভর্তি পানিতে ডুবানোর পরেও ডিভাইসটি ঠিকই ছিল। তাই সাধারণ পানিতে এর কোন কিছু হওয়ার সম্ভাবনা কম। আর এর বেল্টটি প্লাস্টিকের তৈরী যা দুমড়ানো মোচড়ানোর পরেও আমরা তেমন কোন ক্ষয় হতে দেখিনি। এতে বলা যায় দীর্ঘদিন আপনি এই বেল্ট ব্যবহার করতে পারেন।
Battery:
বরাবরের মতই শাওমি ভাল ব্যাটারি দিতে কোন কিপ্টেমি করেনি। এটি চার্জ হতে প্রায় ঘন্টা তিনেকের মত সময় লাগে। তবে একটানা ব্যবহারে আপনি প্রায় ১৫-১৮ দিন চালাতে পারবেন। তবে যদি ১০ মিনিট পরপর হার্টরেট মাপেন সেক্ষেত্রে আরো কয়েকদিন কম চলবে। তবে চাইলে মাঝে দুয়েকদিন চার্জ দিয়ে নিলেই ভাল।
Software:
mi band 3 চালাতে আপনাকে ব্যবহার করতে হবে mi fit app. এখানে ব্যান্ডটি কাস্টমাইজ করা থেকে শুরু করে সকল ডাটার analysis ও পেয়ে যাবেন। এমনকি চাইলে আপনার বন্ধু আগেরদিক কতটুকু হেটেছিল কিংবা কতক্ষন ঘুমিয়েছিল এসব তথ্যও পেয়ে যাবেন এই app থেকে।
Call
এবার কল আসলে আপনি ব্যান্ড থেকেই কলারের নাম দেখতে পারবেন আর সেসাথে ব্যান্ডটি ভাইব্রেশন করতে থাকবে। মেসেজের ক্ষেত্রে আপনি শুধু নোটিফিকেশনই পাবেন না সাথে পুরো মেসেজটিও পড়ে ফেলতে পারবেন আপনার ব্যান্ড থেকেই।
Notification:
এর নোটিফেকেশন সিস্টেমটিও মোটামুটি ভালই। আপনি চাইলে কোন কোন app এর নোটিফিকেশন পেতে চান তা সিলেক্ট করে দিতে পারেন app থেকে। তবে এক্ষেত্রে বাংলা মেসেজগুলো সাপোর্ট করে না।
হাটা থেকে শুরু করে দৌড় সবই পরীক্ষা করে দেখা হয়েছে আর আতেল স্টুডেন্টের মত এটি সবক্ষেত্রেই ভাল পারফর্মেন্স দেখিয়েছে :p । তবে শুরুতে দুয়েকবার step count করেনি। আর কয়েকবার স্টেপ দেখাতে একটু সময় নিচ্ছিল।
Sleep:
এক্ষেত্রে ঘড়িটি ভৈতিক পারফর্মেন্স দিয়েছে । কেন জানি এটি শুধু রাতের বেলার ঘুমানোর ডাটাই দেখাতে পারে। আবার ঘুম থেকে উঠার পরেও কিছুক্ষন সময় পর্যন্ত এটি ঘুমন্ত অবস্থা হিসেবে কাউন্ট করে। বাজেট ডিভাইস থেকে এটি আর accurate আশা করা ঠিক না।
Heart Rate:
ঘড়িটির হার্টরেট measurement ছিল যথেষ্ট accurate তবে চাইনিজ জিনিশ বলে কথা তাই দুয়েকবার আবার হার্ট এর কোন ডাটা দেখাতে পারে না। তারপরেও এই বাজেটের এত্ত ফিচার্স ওয়ালা একটি ডিভাইস হিসেবে এর হার্টরেট measurement সন্তোষজনক।
Final Words:
মিড বাজেটে একটি স্মার্টওয়াচ থেকে যেসব ফিচার্স সবাই প্রত্যাশা করে তার সবই এতে রয়েছে। mi band 2 এর তুলনায় এর ডিসপ্লে অনেকটাই ভাল আবার touch screen ও রয়েছে আর সেসাথে stopwatch ও আছে তাই ঘড়ি থেকে আপনার যা যা দরকারি তার সব এতে পেয়ে যাচ্ছেন। তাই কেউ mi band 2 থেকে mi band 3 এ upgrade করতে চাইলে এটি খারাপ হবে না। এবার আসি দামের কথা। দারাজের অফারে যে এটি আপনি এখন 1600 টাকায় কিনতে পারবেন এটি আশা করি আর কারও অজানা নয়। আমাদের এই ব্যান্ডটিও সেখান থেকেই নেয়া হয়েছে যা পরের দিনই আমরা হাতে পেয়েছিলাম। এমনিতে দোকানে ২৪০০ টাকায় পেয়ে যাবেন ব্যান্ডটি।
তাহলে আর দেরী করে লাভ কি এখনো mi band 3 কিনে না থাকলে তাড়াতাড়ি কিনার ট্রাই করুন কেননা এই অফার আর বেশিদিন থাকবে না। আর এধরনের আর technology এর সাথে upto date থাকতে অবশ্যই আমাদের পেইজে লাইক দিতে ভুলবেন না যেন।
No comments