Header Ads

Header ADS

Phanteks p400: The most popular case in Bangladesh

যদি কোন গেমারকে জিজ্ঞেস করা হয় তোমার মিড বাজেটে কোন কেসটা সবচেয়ে ভাল লাগে আর কিনতে গেলে তাই কিনবে? তাহলে বেশিভাগ গেমারেরই উত্তর হবে Phanteks p400. একটি ভাল কেসে যে যে গুন থাকা উচিত তার বেশিরভাগই এই কেসে আছে আর সে সাথে আছে নজরকারা ডিজাইন, rgb lighting আর wide varieties of color combination. সবার এই প্রীয় কেসটা আসলে কতটা ভাল ? তাই এ নিয়ে একটি রিভিউ লিখতে বসে গেলাম।
Phanteks এর কেস লাইনআপে P400 কে সবচেয়ে পপুলার বললে কোনভাবেই ভুল হবে না। একসময় এই কেস আমাদের দেশে আনার জন্য কত হায়হুতাশই না করতে হয়েছিল। এরপর Global Band এটি রোজার কিছুদিন আগে আমাদের দেশে নিয়ে আসল। P400 একটি midtower case তবে সাইজের দিক থেকে এটি একটু ছোটই।
Outlook:
মিড বাজেটের কেসের মধ্যে এটি সবচেয়ে সুন্দর কেসই বলা চলে। এর সামনের দিকটা অনেকটা iron man এর মাস্কের মত। উপরের দিকটা আর সব phanteks case এর মতই দুটি 120mm fan এর জন্য মাউন্টিং রয়েছে। আর এই কেসে এই মাউন্টিং এ দুটি সাইলেন্ট কভারও দেয়া আছে যেগুলা চাইলে পরিবর্তন করে সাধারণ dust filter ব্যবহার করা যায়।
RGB:
কেসটির একটি অন্যতম বৈশিষ্ট্য হল এর rgb lightning. এই কেসের সাথে একটি ম্যাগনেটিক led strip দেয় যা আপনি কেসের যেকোন জায়গায় লাগাতে পারবেন এবং কেসের i/o এর বাটুন কিংবা মাদারবোর্ডে লাগিয়ে তা নিয়ন্ত্রন করতে পারবেন। এছাড়া এর power button এও RGB led এর প্র্যোগ করা হয়েছে। এই RGB case এর আকর্ষণীয়তা আরো বাড়িয়ে তোলে।
Cooling Option:
কেসের সামনে তিনটি 120 কিংবা দুটি 140 আর উপরে দুটি 120/140 mm fan সাপোর্ট করে। আর পিছনেও একটী 120mm fan support এর ব্যবস্থা রয়েছে। এর সামনের দিকে ডিজাইনের জন্য তেমন কোন ফাকা রাখা হয়নি। কেবলমাত্র উপরে ও নিচে একটুখানি জায়গা রাখা আছে বাতাস চলাচলের জন্য। এইদুটি জায়গায় রয়েছে removable dust filter তাই ভিতরে ধুলো পড়ার সম্ভাবনা কম। উপরের দিকে বেশিভাগ phanteks case এর মতই ফ্যানের জায়গাগুলো ড্রিল করা এবং এখনেও রয়েছে magnetic dust filter. আর যদি আপনি p400s কিনেন সেক্ষেত্রে dust filter ছাড়াও আপনি কেসটিকে সাইলেন্ট করতে ব্যবহার করতে পারেন তাদের দেয়া সাইলেন্ট প্যাড।
এবার আশা যাক রেডিয়েটর সাপোর্ট এর ব্যাপারে। কেসের উপরের দিকের সাথে মাদারবোর্ডের ট্রে প্রায় লাগানো অবস্থায় থাকায় উপরের দিকে alo cooler বসানো সম্ভব নয়। তবে সামনের দিকে চাইলে সহজেই 240mm এমনকি 360mm cooler বসানো সম্ভব। air cooler lover দের জন্য এই কেস তেমন একটি ভাল কেস নয় কেননা এতে 166mm এর উপরে air cooler support করে না তাই 140mm fan এর কোন air cooler এতে লাগানো সম্ভব নয়। তবে সবদিক বিবেচনায় বলতে হবে এতে মোটামুটি ভালই কুলিং অপশন রয়েছে।
Cable Management
এই দিকথেকে এটি অন্যান্য elite phanteks case থেকে কোন বেতিক্রম নয়। আজ পর্যন্ত আমি যত কেসিং নিয়ে বিল্ড করেছি তার মধ্যে Phanteks এর মত আনন্দ আর অন্য কোন কেস নিয়ে করে পাইনি। এবার আশা যাক এর পিছনে কি কি কারন রয়েছে। প্রথমত এর attractive psu cover। এই কভার দেখতে যেমন সুন্দর তেমনি এটি psu এর সব ugly cable গুলো লুকিয়ে রাখতেও সাহায্য করে আর কেবল মেনেজমেন্ট এর অনেক ঝামেলায় কমিয়ে দেয়। এরপর কেসের ক্যাবল মেনেজমেন্ট এর হোলগুলো সব রাবার গ্রোমেট দিয়ে ঢাকা আর এর পিছনে রয়েছে phanteks এর ভ্লকা স্ট্রেপ যা ক্যাবল্গুলো সুন্দরভাবে সাজাতে অনেক সাহায্য করে। এছাড়া এর সামনের দিকের hdd mount ট্রেটি অনেকটা innovative যা কেসটিকে একটি ক্লাসি লুকও দেয়। তবে এই psu cover এ জিপিউর 8pin নেয়ার জন্য কোন হোল নেই তাই 8pin আপনাকে মাদারবোর্ড এর 24pin এর জায়গা থেকেই নেয়া লাগবে।
Side Window
এই কেসের ভার্শনের কোন অভাব নেই। অনেকগুলোতেই সাধারণ acrilic ব্যবহার করা হয়েছে যা যথেষ্ট বড় ও ভাল বিল্ড কোয়ালিটির। আর অনেকগুলোতে রয়েছে tempered glass. এই গ্লাসগুলা ৪টি স্ক্র দিয়ে সুরক্ষিত। এগুলো handle করার সময় একটু সাবধান থাকাই ভাল। তবে tg এর বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভাল। আর তারা shipping এর সময় এর যাতে কোন সমস্যা না হয় এরজন্য দুটি প্যাকেট দিয়ে প্যাকেজিং করে :)
Rating
Build quality: 9
cooling: 6.5
Outlook: 10
Cooler Support: 7
Final Words:
থাক আজ আর বেশি না বাড়াই। মূলকথা হল কেসটি best mid tower case নয় কিন্তু একে best attractive - must have case বলা চলে। এখন কথা হল এত এত মডেলের মধ্যে কোন মডেলটি কিনবেন? আমার মতে p400 tg কিংবা p400s tg দুটোই ভাল অপশন। আপনার যেই ডিজাইন কিংবা যেই কালার থিমটি পছন্দ তাই কিনতে পারেন।

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.