Header Ads

Header ADS

AMD এর নতুন জেনারেশনের শুভ সূচনা

বিশ্বজুড়ে রিলিজ পেল AMD Ryzen 3000 series ও তাদের নতুন দুটি জিপিউ RX-5700 ও RX-5700XT। আমাদের দেশে এরই মাঝে এই জিপিউগুলো এসেছে গিয়েছে। যার দাম রাখা হয়েছে 36,800 ও 42,500 টাকা। এই দামে জিপিউগুলো ভালই পারফর্মেন্স দিচ্ছে। RX-5700XT পারফর্মেন্সের দিক থেকে Nvidia rtx 2060 super & rtx 2070 থেকে কিছুটা এগিয়ে আর rtx 2070 super থেকে কিছুটা পিছিয়ে আছে। দামের দিক থেকে তাই জিপিউটি ভালই পারফর্মেন্স দিচ্ছে। নিচে কমেন্টে আমরা এর রিভিউর লিংক দিয়ে দিব যেখান থেকে আপনি এব্যাপারে বিস্তারিত দেখে নিতে পারবেন। 
তবে রেফারেন্স edition কার্ডে blower style cooling system ব্যবহার করায় এই জিপিউগুলা আপাতত কারও না কিনাই ভাল। সামনে বোর্ড পার্টনারগুলো ভাল কুলিং সহ জিপিউ নিয়ে আসলে সেগুলো অবশ্যই নিতে পারেন। অবশ্য এই জিপিউ গুলোয় কোন Ray tracing support নেই যা nvidia rtx series এ পাচ্ছেন। এছাড়া অনেকের ড্রাইভারে কিছু সমস্যা দেখা দিচ্ছে যেটা amd এর ক্ষেত্রে নতুন কিছু নয়। তাই সবমিলিয়ে RX-5700 ও RX-5700XT নিয়ে আমাদের মতামত হল এগুলো অবশ্যই ভাল জিপিউ যা nvidia কে চড়া দাম থেকে সরে আসতে গেমারদের সাহায্য করবে। কিন্তু এই জিপিউগুলোকে আমরা একেবারে recommend করতে পারছি না কেননা এই জিপিউগুলো হাই ইন্ড জিপিউ হওয়া সত্ত্বেও আমাদের সব যুগোপযোগী ফিচার্স দিতে পারছে না। যেহেতু Ray tracing এখন প্রায় সব নতুন গেমেই আসা শুরু করবে যা rtx card ছাড়া আপনি উপভোগ করতে পারবেন না। উল্লেখ্য amd software level এও ray tracing enable করতে পারেনি। তবে যাদের ray tracing এর কোন দরকার নেই তাঁরা অবশ্যই after market amd এর এই কার্ডগুলো নিতে পারেন। 

এবার আসি প্রসেসরের ক্ষেত্রে। Ryzen 3000 series এককথায় intel কে অনেকটাই বড় বিপদে ফেলে দিয়েছে তাদের অসাধারন মাল্টিকোর পারফর্মেন্স দিয়ে। এমনকি গেমিং এও তাঁরা এবার intel কে ধরাশায়ী করে ফেলেছে। সামনেই এই প্রসেসরগুলো আমাদের দেশেও এসে পড়বে তাই এই প্রসেসর সিরিজ নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। 

সর্বশেষ বলতে চাই AMD এর এই কম্পিটিশন এবার সব গেমারদের জন্যই সুফল বয়ে আনবে। আর আপনার মতামত কি তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর নিত্য নতুন রিভিউ, নিউজ ও বেঞ্চমার্কের জন্য লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। 

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.