is gaming cheap now?
পিসি গেমিং মানেই অনেকের কাছে বিলাসবহুল একটি বিষয়। বছরখানেক আগেও র্যাম ও গ্রাফিক্স কার্ডের চড়া মূল্যের জন্য সেকথা সঠিক ছিল। কিন্তু এখন কি আমরা কম দামে হাই সেটিংস এ ভাল fps দিয়ে গেমিং করতে পারি? তাহলে চলুন আজকে এমন একটি পিসি বিল্ড করি যা দিয়ে AAA title এর গেমগুলি ভাল সেটিংস ও fps দিয়ে খেলা সম্ভব।
প্রসেসরঃ
একটি পিসি বানানোর ক্ষেত্রে প্রথমেই আমাদের প্রসেসরের দিকে চোখ দেওয়া প্রয়োজন। যেহেতু এখন আমরা মিড বাজেটের একটি পিসি বিল্ড করছি তাই আমরা সবচেয়ে কমে ভাল জিপিউ সাপোর্ট করে এমন একটি প্রসেসরই বেছে নিচ্ছি আর তা হল intel core i5 9500F যার বাজারমূল্য 13,800 টাকা। নবম জেনারেশনের এই intel processor টিতে আছে ৬ টি কোর ও ৬ টি থ্রেড আর এর ক্লক স্প্রিড 4.2 পর্যন্ত উঠতে পারে। ভাল ব্যাপার হল এটি মোটামুটি হাই ইন্ড জিপিউগুলো সাপোর্ট দিতে পারে তাই বলে RTX 2070 এর উপরের জিপিউর জন্য এই প্রসেসর ব্যবহার করা উচিত নয়। আমরা এত ভাল গ্রাফিক্স কার্ড ব্যবহার করছিনা দেখে আমাদের বিল্ডে তাতে কোন সমস্যাই হবে না।
মাদারবোর্ডঃ
যেহেতু core i5 এ turbo clock speed এর ব্যাপার আছে তাই আমরা H310 chipset এর পরিবর্তে B360 কিংবা B365 chipset নেয়ার কথাই বলব। আমরা চয়েজ করেছি Gigabyte B360m h কে যার দাম 7,500 টাকা, এটি প্রায় বেসিক একটি বোর্ড যাতে একটি m2 port রয়েছে আর সাধারণ একটি m atx বোর্ডে যা যা থাকে তাই রয়েছে।
র্যামঃ
র্যাম হিসেবে আমরা পছন্দ করেছি TEAM DELTA UD 8GB 2666MHZ যার বাস স্প্রিড 2666MHZ আবার এতে rGB ও থাকছে আর সবচেয়ে বড় কথা এর দাম মাত্র ৪,৩০০ টাকা ফলে আপনি সুলভ মূল্যে একটি ভাল র্যাম পাচ্ছেন।
হার্ডডিস্কঃ
বেসিক বিল্ড যেহেতু তাই storage device হিসেবে আমরা শুধু মাত্র একটি HDD TOSHIBA 1TB সাজেস্ট করছি যার বাজারমূল্য 3,600 টাকা। তবে আপনারা চাইলে বাজেট একটু বাড়িয়ে সাথে একটি 240gb ssD ও কিনে ফেলতে পারেন।
জিপিউঃ
জিপিউ হল গেমিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ন কম্পোনেন্ট। বর্তমানে কম বাজেটে RX 570 8gb হল সবচেয়ে ভাল জিপিউ। এটি আপনাকে সব গেম হাই আলট্রা সেটিংস এ ভাল fps এ গেম খেলার সুযোগ করে দিবে। নিচে আমরা এর রিভিউ লিংক দিয়ে দিব সেখান থেকে আপনারা গেমিং এ এটি কেমন পারফর্মেন্স দেয় সেব্যাপারে ধারণা পেয়ে যাবেন। এই জিপিউর কমদামি available মডেল হল GIGABYTE RX 570 8GB MI যার দাম ১৪,০০০ টাকা।
পাওয়ার সাপ্লাইঃ
যেহেতু RX 570 এর জন্য external psu দরকার তাই আমরা এই বিল্ডে cm mwe 450 watt সাজেস্ট করছি। 80+ bronze certified এই পাওয়ার সাপ্লাইটির দাম ৩,০০০ টাকা।
কেসিং ঃ
কেসিং এর জন্য আমরা বাজেট ঠিক করেছি ৩,০০০ টাকার আছেপাশে। এই বাজেটে আপনি মোটামুটি কাজ চালানোর জন্য ভাল কেসিং পেয়ে যাবেন। আমাদের চয়েজ হিসেবে থাকছে 1st player ma1 যেটি আমরা আগেই রিভিউ করেছি আর বাজেট রেঞ্জে সবচেয়ে বেশি ফিচার্স ও ভাল কুলিং থাকায় এটি এখনো আমাদের পছন্দের তালিকায় অবস্থান করছে।
আমাদের দ্বিতীয় ছবিতেই বিল্ডটির দামের পুরো হিসেব দেয়া রয়েছে। এতে দেখতেই পারছেন আমরা 50 হাজারেরও কমদামে একটি হাই আল্ট্রা সেটিংস এ গেম খেলার মতন পিসি বিল্ড করতে পেরেছি। এই প্রসেসর আর জিপিউ ঠিক রেখে আপনি বাদবাকি জিনিশগুলো চাইলে কিছুটা মনমত সাজিয়ে নিতে পারেন। আমাদের সাজেশন থাকবে যদি আপনার বাজেট এর আশেপাশে হয় তাহলে চাইলে একটি 240gb ssd আর কিছুটা ভাল মানের একটি মাদারবোর্ড নিয়ে নিতে পারেন।
এখন আমাদের দেশের সাধারণ গেমারদের খুবই প্রচলিত একটি প্রশ্ন ভাই এই পিসি দিয়ে কয় বছর গেম খেলতে পারব? উত্তরটি আসলে একটু জটিল যেহেতু এটি একটি বাজেট বিল্ড তাই হয় বছরখানেক পরে এমন কিছু গেম আসবে যার গ্রাফিক্স রিকোয়ারমেন্টে এই পিসি হাই আল্ট্রায় ৬০ এর কম fps দিতে পারে। তবে আপনি যদি esports gamer মানে csgo, pubg, rainbow six, fifa এধরনের গেম খেলে থাকেন তাহলে আপনাকে খুব বেশি চিন্তা করতে হবে না। আর পরবর্তিতে চাইলে এতে আপনি একটি মিড রেঞ্জের ভাল জিপিউ লাগাতে পারেন আর আমরা সব দিক বিবেচনা করেই এই বিল্ড সাজেস্ট করেছি।
আজ তাহলে এপর্যন্তই। যদি রিভিউটি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই পেইজে আর পোস্টে লাইক ঢেলে দিতে ভুলবেন না। আর কোন কিছু ক্লিলিয়ার না হলে আমাদের কমেন্টে জানাতে পারেন।
আজ তাহলে এপর্যন্তই। যদি রিভিউটি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই পেইজে আর পোস্টে লাইক ঢেলে দিতে ভুলবেন না। আর কোন কিছু ক্লিলিয়ার না হলে আমাদের কমেন্টে জানাতে পারেন।
No comments